০২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ফেব্রুয়ারির প্রথম ভাগেই নির্বাচন, কোনো শক্তিই ঠেকাতে পারবে না: কুমিল্লায় প্রেস সচিব কুমিল্লায় হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার আহত প্রবাসী সেলিমের দেশে ফেরার টিকিট দিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার মুরাদনগরে পতিতাবৃত্তি ও মানবপাচার ব্যবসার অভিযোগে ৬ জন গ্রেপ্তার কুমিল্লায় রেলস্টেশনে টাস্কফোর্স অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ওয়ার্ড নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা কুমিল্লা- ৬ আসনে হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবিতে মশাল মিছিল বুড়িচংয়ে যুবলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন আটক কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু কুবিতে রোটার‍্যাক্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার বিফোর ডিগ্রি’

কুমিল্লায় চেক জালিয়াতি: সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • তারিখ : ০৫:৪৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
  • 52

শাহাদাত হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি শামছুন্নাহারকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল রাতে লাকসাম উত্তর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে মনোহরগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, মামলার বাদী আলমগীর হোসেন ও বিবাদী শামসুন্নাহারকে তার প্রয়োজনে টাকা ধার দেন তিনি। টাকা লেনদেন করতে গিয়ে শামসুন্নাহার ৫ লাখ টাকার একটি চেক আলমগীরকে দেন। কিন্তু তাঁর অ্যাকাউন্টে ওই পরিমাণ টাকা না থাকায় আলমগীর চেক জালিয়াতির অভিযোগে মামলাটি করেন।

মনোহরগঞ্জ থানা সূত্রে জানা যায়, উপজেলার মান্দারগাঁও গ্রামের জাকির হোসেনের স্ত্রী শামসুন্নাহার ৫ মাসের সাজাপ্রাপ্ত এবং ৫ লক্ষ জরিমানা রায় কুমিল্লার আদালত। পরে তাকে মনোহরগঞ্জ থানা পুলিশ ওয়ারেন্ট মুলে তাকে গ্রেফতার করে। ২০১৯ সালের ২২ অক্টোবর মাসে কুমিল্লার যুগ্ম দায়রা জজ তাঁকে ৫ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা করেন।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির জানান, গ্রেপ্তার হওয়া শামসুন্নাহার প্রায় দুই বছর ধরে পলাতক ছিলেন। তাঁর অনুপস্থিতিতে আদালত সাজা দেন।

error: Content is protected !!

কুমিল্লায় চেক জালিয়াতি: সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

তারিখ : ০৫:৪৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১

শাহাদাত হোসেন, মনোহরগঞ্জ প্রতিনিধি।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি শামছুন্নাহারকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল রাতে লাকসাম উত্তর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে মনোহরগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, মামলার বাদী আলমগীর হোসেন ও বিবাদী শামসুন্নাহারকে তার প্রয়োজনে টাকা ধার দেন তিনি। টাকা লেনদেন করতে গিয়ে শামসুন্নাহার ৫ লাখ টাকার একটি চেক আলমগীরকে দেন। কিন্তু তাঁর অ্যাকাউন্টে ওই পরিমাণ টাকা না থাকায় আলমগীর চেক জালিয়াতির অভিযোগে মামলাটি করেন।

মনোহরগঞ্জ থানা সূত্রে জানা যায়, উপজেলার মান্দারগাঁও গ্রামের জাকির হোসেনের স্ত্রী শামসুন্নাহার ৫ মাসের সাজাপ্রাপ্ত এবং ৫ লক্ষ জরিমানা রায় কুমিল্লার আদালত। পরে তাকে মনোহরগঞ্জ থানা পুলিশ ওয়ারেন্ট মুলে তাকে গ্রেফতার করে। ২০১৯ সালের ২২ অক্টোবর মাসে কুমিল্লার যুগ্ম দায়রা জজ তাঁকে ৫ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা করেন।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির জানান, গ্রেপ্তার হওয়া শামসুন্নাহার প্রায় দুই বছর ধরে পলাতক ছিলেন। তাঁর অনুপস্থিতিতে আদালত সাজা দেন।