কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১২শ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল জেলার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২ শত ৭০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ সাজ্জাদ হোসেন, এস.আই. চন্দন চন্দ্র দাস, এস.আই. মোঃ মেহেদী হাসান, এ.এস.আই আবু তাহের চৌধূরীসহ সঙ্গীয় ফোর্সসহ সোমবার রাতে জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নিমসার – মাধবপুর গ্রামের হেলাল উদ্দিনের ৫ তলা বিল্ডিংয়ে অভিযান চালায়।

পুলিশ বিল্ডিং এর ৫ম তলার দক্ষিন পাশে রুমে পৌছা মাত্র ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে রুম থেকে পালানোর চেষ্টাকালে মুছা আলী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

পুলিশ আটককৃত ব্যক্তির দেহ ও বসত ঘর তল্লাশি চালিয়ে ৩টি প্যাকেটে রাখা ১ হাজার ২ শত ৭০ পিস ইয়াবা উদ্ধার করে। আটককৃত মাদক ব্যবসায়ীর বাড়ী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন উত্তর নাজিরপাড়া গ্রামে, সে মৃত আব্দুল মাজেদের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা থেকে কম মূল্যে ইয়াবা ক্রয় করে কুমিল্লা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বেশি মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে মজুদ করেছিলো।

এ বিষয়ে বুড়িচং থানায় মাদক আইনে একটি মামলা দায়ের পূর্বক আসামীকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page