কুমিল্লায় ডিলারের বাথরুম ও খাটের নিচ থেকে তেল ও ডাল উদ্ধার

নেকবর হোসেন।।
কুমিল্লায় এক ওএমএস (ওপেন মার্কেট সেলার) ডিলারের খাটের নিচ ও বাথরুম থেকে টিসিবির সয়াবিন তেল ও ডাল উদ্ধার করা হয়েছে। বুধবার (৯ মার্চ) অভিযান চালিয়ে ১১২ লিটার তেল ও আড়াইশ’ কে‌জি মসুর ডাল উদ্ধার করা হয়।

জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদফতরের কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক আছাদুল ইসলাম জানান, নগরীর কা‌লিয়াজু‌ড়ি এলাকায় অ‌ভিযানকালে দেখা যায়, স্থানীয় ওএমএস ডিলার মেসার্স সাইফুল এন্টারপ্রাই‌জের মালিক ফয়সালুর রহমান দোকা‌নে টি‌সি‌বির তেল বেশি দামে বি‌ক্রি কর‌ছেন।

এরপর তার বা‌ড়িতে গিয়ে খা‌টের নিচ ও বাথরুম থে‌কে ১১২ লিটার টি‌সি‌বির তেল এবং বেডরুম থে‌কে আড়াইশ’ কে‌জি টি‌সি‌বির মসুর ডাল উদ্ধার করা হয়। তাকে ৪০ হাজার টাকা জ‌রিমানা করা হয়েছে।

এসব পণ্য এ‌তিম‌দের মা‌ঝে বণ্টনের জন্য জেলা ম্যাজি‌স্ট্রেটের কা‌ছে হস্তান্তর করা হয়েছে। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আছাদুল ইসলাম।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page