০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় জামায়াত প্রার্থীসহ ১৬ জনের মনোনয়ন বাতিল কুমিল্লা জেলা রিটার্নিং কর্তার কার্যালয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন কুবিতে খালেদা জিয়া, হাদি ও দীপু চন্দ্রের আত্মার শান্তি কামনায় প্রার্থনা ব্রাহ্মণপাড়ায় মাটি ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা; ড্রেজিংয়ের সরঞ্জাম ধ্বংস কুবি ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ৯৬ হাজার, আসন প্রতি লড়বেন ১০৯ জন কুমিল্লায় পবিত্র কোরানের সুর অডিশন রাউন্ড অনুষ্ঠিত কুমিল্লায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার বুড়িচংয়ে কৃষিজমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৩ লক্ষ টাকা জরিমানা বুড়িচং দারুস সালাম মাদানীয়া মাদরাসায় বই উৎসব অনুষ্ঠিত কুমিল্লায় রানী মা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সংবাদপত্র বিলিকারীদের মাঝে কম্বল বিতরণ

কুমিল্লায় তিনশ সত্তর অভিযানে সাড়ে সাত লাখ টাকা জরিমানা আদায় !

  • তারিখ : ১০:৪৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
  • 304

মাহফুজ নান্টু।। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে কুমিল্লা জেলা প্রশাসন। মাস্ক পরিধান ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে প্রতিদিন পরিচালিত হচ্ছে অভিযান। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন অভিযানগুলো পরিচালনা করছেন।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর রাজাগঞ্জ থেকে চকবাজার পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাইদ। এছাড়াও নগরীর কান্দিরপাড় ও সার্কিট হাউজ এলাকায় অভিযান চালায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনি রায় ও নগরীর টমসমব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করেন মাজহারুল ইসলাম।

নগরীর চকবাজার এলাকায় অভিযান পরিচালনা শেষ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ বলেন, করোনার দ্বিতীয় ঢেই মোকাবেলার লক্ষ্যে সবাইকে সচেতন করছি। সবার মাস্ক পরিধানের বিষয়টা নিশ্চিত করছি। যারা মাস্ক পড়ছে না তাদেরকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করি। অভিযানের পুরো বিষয়টা তদারকি করছে আমাদের জেলা প্রশাসক স্যার। আমরা অভিযানে মাস্ক পরিধানের পাশাপাশি ফুটপাতমুক্ত রাখতে অবৈধ দখলদারদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করছি।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত নভেম্বর মাস থেকে শুরু হওয়া ৩৭০ টি অভিযানে ৭ লাখ ৬৫ হাজার ৭৯০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজর মীর বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে সচেতন করা হচ্ছে। প্রতিদিনই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। করোনা প্রতিরোধে কুমিল্লা জেলা প্রশাসন বদ্ধ পরিকর।

error: Content is protected !!

কুমিল্লায় তিনশ সত্তর অভিযানে সাড়ে সাত লাখ টাকা জরিমানা আদায় !

তারিখ : ১০:৪৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০

মাহফুজ নান্টু।। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে কুমিল্লা জেলা প্রশাসন। মাস্ক পরিধান ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে প্রতিদিন পরিচালিত হচ্ছে অভিযান। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন অভিযানগুলো পরিচালনা করছেন।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর রাজাগঞ্জ থেকে চকবাজার পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাইদ। এছাড়াও নগরীর কান্দিরপাড় ও সার্কিট হাউজ এলাকায় অভিযান চালায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনি রায় ও নগরীর টমসমব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করেন মাজহারুল ইসলাম।

নগরীর চকবাজার এলাকায় অভিযান পরিচালনা শেষ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ বলেন, করোনার দ্বিতীয় ঢেই মোকাবেলার লক্ষ্যে সবাইকে সচেতন করছি। সবার মাস্ক পরিধানের বিষয়টা নিশ্চিত করছি। যারা মাস্ক পড়ছে না তাদেরকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করি। অভিযানের পুরো বিষয়টা তদারকি করছে আমাদের জেলা প্রশাসক স্যার। আমরা অভিযানে মাস্ক পরিধানের পাশাপাশি ফুটপাতমুক্ত রাখতে অবৈধ দখলদারদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করছি।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত নভেম্বর মাস থেকে শুরু হওয়া ৩৭০ টি অভিযানে ৭ লাখ ৬৫ হাজার ৭৯০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজর মীর বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে সচেতন করা হচ্ছে। প্রতিদিনই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। করোনা প্রতিরোধে কুমিল্লা জেলা প্রশাসন বদ্ধ পরিকর।