০৩:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে প্রথমবারের মতো সিরাত পাঠ প্রতিযোগিতা ও কনফারেন্স অনুষ্ঠিত কুমিল্লায় ভুতুড়ে বিদ্যুৎ বিল: ১ লাখ ৬৭ হাজার থেকে কমে ২ হাজার ৬০০ টাকা কুমিল্লার মুরাদনগরে অপহরণের পর যুবক খুন, ৩৬ দিন পর কঙ্কাল উদ্ধার কুমিল্লায় আ. লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু কুমিল্লার দাউদকান্দিতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৫ বুড়িচংয়ে পূজা উদযাপনে থাকবে সেনাবাহিনী-পুলিশের নিরাপত্তা বলয় বুড়িচংয়ে ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৫ লক্ষ টাকার ওষুধ বিতরণ ইমোর মাধ্যমে প্রবাসীর সঙ্গে পরিচয়, কুমিল্লার দুলাল হত্যার পেছনের মূল কারণ কুমিল্লার মনোহরগঞ্জে চার গাড়ির সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩

কুমিল্লায় তৃতীয় লিঙ্গের একজনকে ছুরিকাঘাতে হত্যা

  • তারিখ : ০৭:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
  • 132

মাহফুজ নান্টু।।
কুমিল্লায় তৃতীয় লিঙ্গের(হিজড়া) একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার নাম মুন্নি (৩৫)। বুধবার সকাল সাড়ে ৯ টায় ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের কুমিল্লার সদর উপজেলার মুড়াপাড়া এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার দৌলতপুর গ্রামে। তার পিতার নাম আবদুল মতিন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের ধারণা মুন্নি নামে তৃতীয় লিঙ্গের এই ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার পর ঘাতকরা লাশ রেখে রেল লাইনের পাশে গেছে।

কুমিল্লা লাকসাম রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দিন জানান, মুড়াপাড়া এলাকায় রেল লাইনের পাশ থেকে লাশ উদ্ধার করে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, মুন্নি সদর উপজেলার বদরপুর এলাকায় থাকতো। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মুন্নি নামে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যুর কারণ জানা যাবে।

এ বিষয়ে মামলা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওসি আনোয়ারুল হক জানান, নিহত মুন্নির স্বজনরা বিকেল ৪ টায় কুমিল্লা এসেছেন। তাদের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

error: Content is protected !!

কুমিল্লায় তৃতীয় লিঙ্গের একজনকে ছুরিকাঘাতে হত্যা

তারিখ : ০৭:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১

মাহফুজ নান্টু।।
কুমিল্লায় তৃতীয় লিঙ্গের(হিজড়া) একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার নাম মুন্নি (৩৫)। বুধবার সকাল সাড়ে ৯ টায় ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের কুমিল্লার সদর উপজেলার মুড়াপাড়া এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার দৌলতপুর গ্রামে। তার পিতার নাম আবদুল মতিন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের ধারণা মুন্নি নামে তৃতীয় লিঙ্গের এই ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার পর ঘাতকরা লাশ রেখে রেল লাইনের পাশে গেছে।

কুমিল্লা লাকসাম রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দিন জানান, মুড়াপাড়া এলাকায় রেল লাইনের পাশ থেকে লাশ উদ্ধার করে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, মুন্নি সদর উপজেলার বদরপুর এলাকায় থাকতো। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মুন্নি নামে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মৃত্যুর কারণ জানা যাবে।

এ বিষয়ে মামলা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওসি আনোয়ারুল হক জানান, নিহত মুন্নির স্বজনরা বিকেল ৪ টায় কুমিল্লা এসেছেন। তাদের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।