কুমিল্লায় নানার বাড়িতে বেড়াতে এসে নিখোজ; ৩ দিন পর লাশ উদ্ধার

দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবীদ্বার উপজেলার রসূলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মঙ্গলবার দুপুরে থানা অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর বিষয়টি নিশ্চিত করে বলেন-শিশুটির লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ ছুটে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পরে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।

স্থানীয় ও পারিবারিক সৃত্রে জানা যায়- নিহত শিশু একই উপজেলার বুড়িরপার গ্রামের আজির বাড়ির প্রবাসী মো. জসিম উদ্দিনের আড়াই বছরের শিশু ছেলে মো. আল ইমরান তার নানা আব্দুল মান্নান ওরফে ফুল মিয়ার বাড়িতে বেড়াতে এসে গত ৩১ ডিসেম্বর ২০২২ ইং তারিখ শনিবার অনুমানিক সকাল ১০ টা নিখোজ হয়।

পরে তার পরিবার ও এলাকাবাসী অনেক খোঁজখুজির পর মাইকিং করে পরে রাতে থানায় নিখোঁজ ডায়েরী করে।

এ ঘটনায় মঙ্গলবার ভোর সকালে বাড়ির পাশের ডুবাতে নাতী শিশু আল ইমরানের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

স্থানীয় জাকির মাস্টার বলেন-নিহত শিশু আল ইমরান নিখোঁজ হলে এলাকাবাসী অনেক খোঁজখোজির পর ডুবাতে তার লাশ ভাসতে দেখে এলাকায় শোক ছায়া নেমে আসে। এলাকার সাবেক মেম্বার কামরুল হাসান বলেন ঘটনাটি শুনেছি নাতী তার নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে পানিতে ভাসছে,পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে।

এ রিপোর্ট লিখা পর্যন্ত থানা অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান নিহত শিশু আল ইমরানের পরিবারে পক্ষে থানায় কোনো মামলা করেনি তবে লাশ ময়নাতদন্তের পর এর আসল কারন জানা যাবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

You cannot copy content of this page