০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে প্রথমবারের মতো সিরাত পাঠ প্রতিযোগিতা ও কনফারেন্স অনুষ্ঠিত কুমিল্লায় ভুতুড়ে বিদ্যুৎ বিল: ১ লাখ ৬৭ হাজার থেকে কমে ২ হাজার ৬০০ টাকা কুমিল্লার মুরাদনগরে অপহরণের পর যুবক খুন, ৩৬ দিন পর কঙ্কাল উদ্ধার কুমিল্লায় আ. লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু কুমিল্লার দাউদকান্দিতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৫ বুড়িচংয়ে পূজা উদযাপনে থাকবে সেনাবাহিনী-পুলিশের নিরাপত্তা বলয় বুড়িচংয়ে ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৫ লক্ষ টাকার ওষুধ বিতরণ ইমোর মাধ্যমে প্রবাসীর সঙ্গে পরিচয়, কুমিল্লার দুলাল হত্যার পেছনের মূল কারণ কুমিল্লার মনোহরগঞ্জে চার গাড়ির সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩

কুমিল্লায় পেটে লাথি মেরে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ

  • তারিখ : ১০:৪৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
  • 169

আশরাফুল হক।।
কুমিল্লায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে পেটে লাথি মেরে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ করেছেন সোহেল আরমান ও শিল্পী আরমান নামে এক দম্পত্তি। বিচার চাইতে মৃত নবজাতককে কোলে নিয়ে দিনভর পথেপথে ঘুরে বেড়িয়েছেন তারা। শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন ওই দম্পত্তি।

পরে সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলী আদালতের নির্দেশে মৃত নবজাতকের মা শিল্পী আরমান বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের পাথুরিয়াপাড়া এলাকায়।

অভিযোগে উল্লেখ করে, দম্পত্তির পাশের বাড়ির বাসিন্দা নিজ মামা আবুল কালাম ড্রাইভারের সঙ্গে বাড়ির পাশের সম্পতি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার (২১ ফেব্রুয়ারি) আবুল কালামের স্ত্রী শাহানা, মেয়ে লিমা ও মেয়জামাই এপিকসহ পরিবারের লোকজন গৃহবধূ শিল্পী আরমানকে মারধর করে। এ সময় তার মামিশাশুড়ি শাহনাজ বেগম ওই গৃহবধূর পেটে লাথি মারলে প্রসব বেদনা শুরু হয়। পরে সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে প্রসববেদনা নিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হলে একটি ছেলেশিশুর জন্ম হয়। জন্মের দুই ঘণ্টার মধ্যে নবজাতকটি মারা গেলে তাকে কোলে নিয়ে ওই দম্পত্তি বিচারের দাবিতে দিনভর সমাজপতিসহ বিভিন্ন দফতরে ঘুরে বেড়ান। পরে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে বিচার আবেদন করলে বিচারক কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করার নির্দেশ দেন।

সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানায় মারধরের কারণে শিশুটি ভূমিষ্ট হওয়ার পর মারা যায় বলে শিল্পী আরমান বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।

মৃত নবজাতকের সুরতহাল সংগ্রহ করা কোতোয়ালি মডেল থানার এসআই মাসুদ জানান, মৃত্যুর ঘটনায় নবজাতকের মা বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। আমরা সুরতহাল সংগ্রহ করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

error: Content is protected !!

কুমিল্লায় পেটে লাথি মেরে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ

তারিখ : ১০:৪৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১

আশরাফুল হক।।
কুমিল্লায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে পেটে লাথি মেরে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ করেছেন সোহেল আরমান ও শিল্পী আরমান নামে এক দম্পত্তি। বিচার চাইতে মৃত নবজাতককে কোলে নিয়ে দিনভর পথেপথে ঘুরে বেড়িয়েছেন তারা। শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন ওই দম্পত্তি।

পরে সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলী আদালতের নির্দেশে মৃত নবজাতকের মা শিল্পী আরমান বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের পাথুরিয়াপাড়া এলাকায়।

অভিযোগে উল্লেখ করে, দম্পত্তির পাশের বাড়ির বাসিন্দা নিজ মামা আবুল কালাম ড্রাইভারের সঙ্গে বাড়ির পাশের সম্পতি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার (২১ ফেব্রুয়ারি) আবুল কালামের স্ত্রী শাহানা, মেয়ে লিমা ও মেয়জামাই এপিকসহ পরিবারের লোকজন গৃহবধূ শিল্পী আরমানকে মারধর করে। এ সময় তার মামিশাশুড়ি শাহনাজ বেগম ওই গৃহবধূর পেটে লাথি মারলে প্রসব বেদনা শুরু হয়। পরে সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে প্রসববেদনা নিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হলে একটি ছেলেশিশুর জন্ম হয়। জন্মের দুই ঘণ্টার মধ্যে নবজাতকটি মারা গেলে তাকে কোলে নিয়ে ওই দম্পত্তি বিচারের দাবিতে দিনভর সমাজপতিসহ বিভিন্ন দফতরে ঘুরে বেড়ান। পরে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে বিচার আবেদন করলে বিচারক কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করার নির্দেশ দেন।

সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানায় মারধরের কারণে শিশুটি ভূমিষ্ট হওয়ার পর মারা যায় বলে শিল্পী আরমান বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।

মৃত নবজাতকের সুরতহাল সংগ্রহ করা কোতোয়ালি মডেল থানার এসআই মাসুদ জানান, মৃত্যুর ঘটনায় নবজাতকের মা বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। আমরা সুরতহাল সংগ্রহ করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।