কুমিল্লায় বাস চাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত

মোঃ জহিরুল হক বাবু।।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড ও বেলতলীর মাঝামাঝি তামজিদ সিএনজি ফিলিং স্টেশনের সামনে ইকোনো বাস চাপার ব্যাটারী চালিত অটো রিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এতে আরো দুই যাত্রী আহত হয়েছে।

নিহতরা হলেন, সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের কিছমত মেম্বার বাড়ির জয়নাল আবেদীন (৪০) ও পার্শ্ববর্তী হোসেনপুর গ্রামের জামাই ইমাম হোসেন।

বৃহস্পতিবার সকাল পৌনে নয়টায় বেলতলী থেকে অটোরিকশা যোগে উল্টো পথে পদুয়ার বাজার বিশ্বরোড যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, ‘চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইকোনো পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি কুমিল্লার পদুয়ার বাজার ফ্লাইওভারের কাছে এলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন আরও দুজন।

‘মহাসড়কে কোনো অটোরিকশা চলাচল নিষিদ্ধ হলেও দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি রং সাইড দিয়েই আসছিল।’

আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page