০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় বিভিন্ন অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  • তারিখ : ০৪:৩১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২
  • 11

নেকবর হোসেন।।
কুমিল্লায় বেশি দামে সয়াবিন তেল বিক্রি, ওজনে কম দেওয়া এবং মূল্যতালিকা না থাকায় তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা সদরের কবিরাজ বাজার ও বুড়িচং উপজেলার ফকির বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

তিনি বলেন, কুমিল্লায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে সকাল ১০টা থেকে কুমিল্লা সদর ও বুড়িচং উপজেলায় অভিযান চালানো হয়। এ সময় বেশি দামে সয়াবিন তেল বিক্রি ও মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ করায় মেসার্স মোল্লা স্টোরকে ১৫ হাজার টাকা, পরিমাপে কম দেওয়ায় মেসার্স ওয়ান টু নাইনটি নাইন শপকে পাঁচ হাজার টাকা এবং দৃশ্যমান স্থানে মূল্যতালিকা না ও বেশি দামে তেল বিক্রির দায়ে মেসার্স আবুল হোসেন স্টোরকে পাঁচ হাজার টাকাসহ মোট তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক আছাদুল ইসলাম।

error: Content is protected !!

কুমিল্লায় বিভিন্ন অভিযোগে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

তারিখ : ০৪:৩১:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২

নেকবর হোসেন।।
কুমিল্লায় বেশি দামে সয়াবিন তেল বিক্রি, ওজনে কম দেওয়া এবং মূল্যতালিকা না থাকায় তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা সদরের কবিরাজ বাজার ও বুড়িচং উপজেলার ফকির বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

তিনি বলেন, কুমিল্লায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে সকাল ১০টা থেকে কুমিল্লা সদর ও বুড়িচং উপজেলায় অভিযান চালানো হয়। এ সময় বেশি দামে সয়াবিন তেল বিক্রি ও মেয়াদোত্তীর্ণ খাবার সংরক্ষণ করায় মেসার্স মোল্লা স্টোরকে ১৫ হাজার টাকা, পরিমাপে কম দেওয়ায় মেসার্স ওয়ান টু নাইনটি নাইন শপকে পাঁচ হাজার টাকা এবং দৃশ্যমান স্থানে মূল্যতালিকা না ও বেশি দামে তেল বিক্রির দায়ে মেসার্স আবুল হোসেন স্টোরকে পাঁচ হাজার টাকাসহ মোট তিন প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক আছাদুল ইসলাম।