১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়াকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বে স্বামীর আত্মহত্যা চৌদ্দগ্রামে প্রতারণার মাধ্যমে প্রতিবন্ধী নারীর জমি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি কুমিল্লায় সবুজের স্বপ্নপুরিতে টিফিনের টাকায় ৫০ হাজার গাছের চারা বিতরণ কুমিল্লায় নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল ২ বন্ধুর কুবিতে হাল্ট প্রাইজের নতুন আয়োজক কমিটি ঘোষণা কুমিল্লায় যুব অধিকার পরিষদের দুই নেতা গ্রেপ্তার কুমিল্লায় অপহরণের ৭ দিনেও উদ্ধার হয়নি একমাত্র ছেলে, বাকরুদ্ধ বাবা-মা বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনায় কুমিল্লায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বুড়িচংয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন মুরাদনগরে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

কুমিল্লায় বে‌শি দামে পণ্য বিক্রি করায় বাটাসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

  • তারিখ : ০৩:৫৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
  • 20

রুবেল মজুমদার।।
কুমিল্লার নগরীর কা‌ন্দিরপাড় ও ম‌নোহরপুর এলাকায় বিশেষ অভিযানে বাটাসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর কুমিল্লা।

প‌বিত্র ঈদুল ফিতর‌কে সাম‌নে রে‌খে জুতা ও শ‌পিংম‌লে তদার‌কি কার্যক্রম প‌রিচালনা করা হয় বলে জানান জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ১২ টায় থেকে দুপুরে ২টায় পর্যন্ত কু‌মিল্লা জেলা প্রশা‌সনের নি‌র্দেশনায় জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে এ অ‌ভিযান প‌রিচা‌লিত হয়। এতে অ‌ভিযা‌নে স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর কুমিল্লা জানায়, একই প‌ণ্যে আ‌গের প্রাইজ ট‌্যা‌গের স্থ‌লে নতুন ক‌রে প্রাইজ ট‌্যাগ লা‌গি‌য়ে বে‌শি দামে জুতা বি‌ক্রি করায় বাটার নগরীর কা‌ন্দিরপাড় শো রুমকে ২০ হাজার টাকা এবং একই অ‌ভি‌যো‌গে এপেক্স এর ডিলার ম‌নোহরপু‌রের তা‌হিরা ট্রেডার্স‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

এছাড়া আমানাত শাহ লু‌ঙ্গির কোম্পা‌নির ৭১০ টাকা মূ‌ল্যের স্থ‌লে ১১৩০ টাকা এবং ৪৫০ টাকার স্থ‌লে ৬১০ টাকা মূ‌ল্যের প্রাইজ ট‌্যাগ লা‌গি‌য়ে বে‌শি দা‌মে বি‌ক্রি করায় ম‌নোহরপ‌ুর এলাকার কমলা গা‌র্মেন্টস‌কে ৩০ হাজার হাজার টাকা জ‌রিমানা করা হয়।

তিনি আরো বলেন, জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক নি‌র্দেশনা ও কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান ঈদ পর্যন্ত চলমান থাকবে।

error: Content is protected !!

কুমিল্লায় বে‌শি দামে পণ্য বিক্রি করায় বাটাসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

তারিখ : ০৩:৫৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২

রুবেল মজুমদার।।
কুমিল্লার নগরীর কা‌ন্দিরপাড় ও ম‌নোহরপুর এলাকায় বিশেষ অভিযানে বাটাসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর কুমিল্লা।

প‌বিত্র ঈদুল ফিতর‌কে সাম‌নে রে‌খে জুতা ও শ‌পিংম‌লে তদার‌কি কার্যক্রম প‌রিচালনা করা হয় বলে জানান জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ১২ টায় থেকে দুপুরে ২টায় পর্যন্ত কু‌মিল্লা জেলা প্রশা‌সনের নি‌র্দেশনায় জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে এ অ‌ভিযান প‌রিচা‌লিত হয়। এতে অ‌ভিযা‌নে স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ এবং জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর কুমিল্লা জানায়, একই প‌ণ্যে আ‌গের প্রাইজ ট‌্যা‌গের স্থ‌লে নতুন ক‌রে প্রাইজ ট‌্যাগ লা‌গি‌য়ে বে‌শি দামে জুতা বি‌ক্রি করায় বাটার নগরীর কা‌ন্দিরপাড় শো রুমকে ২০ হাজার টাকা এবং একই অ‌ভি‌যো‌গে এপেক্স এর ডিলার ম‌নোহরপু‌রের তা‌হিরা ট্রেডার্স‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

এছাড়া আমানাত শাহ লু‌ঙ্গির কোম্পা‌নির ৭১০ টাকা মূ‌ল্যের স্থ‌লে ১১৩০ টাকা এবং ৪৫০ টাকার স্থ‌লে ৬১০ টাকা মূ‌ল্যের প্রাইজ ট‌্যাগ লা‌গি‌য়ে বে‌শি দা‌মে বি‌ক্রি করায় ম‌নোহরপ‌ুর এলাকার কমলা গা‌র্মেন্টস‌কে ৩০ হাজার হাজার টাকা জ‌রিমানা করা হয়।

তিনি আরো বলেন, জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের মহাপ‌রিচালক নি‌র্দেশনা ও কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান ঈদ পর্যন্ত চলমান থাকবে।