০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিমের গাড়িবহরে হামলা; দুই পক্ষে আহত ৩৫ কুমিল্লার বটবৃক্ষ ইয়াছিনকে সরাবেন না-তারেক রহমানের প্রতি নির্যাতিত পরিবারের আবেদন কুমিল্লায় নিরাপদ ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের অঙ্গীকার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেবিদ্বারে জামায়াত মনোনীত এমপি প্রার্থী সাইফুল ইসলাম শহীদের জনসংযোগ বিএনপির মধ্যে বিভাজন স্বার্থান্বেষী মহলের দৌরাত্ম্যের কারণে – রশিদ আহমেদ হোসাইনী কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শিশুর রহস্যজনক মৃত্যু কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল; ৪৫ নেতা-কর্মী গ্রেপ্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাল মৃত্তিকায় শীতের নির্মল ছোঁয়া বিভিন্ন স্থানে বিড়ালের চোখ তুলে নেয়া ও প্রাণি নির্যাতনের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন

কুমিল্লায় শিশু অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • তারিখ : ০৭:০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
  • 39

নেকবর হোসেন।।
শিশু অপহনের দায়ে এক যুবকককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কুমিল্লার আদালত।

বুধবার (৮ ফেব্রুআরি) দুপুর ১২টায় এ রায় দেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম আবু ইউসুফ। সে নোয়াখালী জেলার সেনবাগ থানার ঠনারপাড় (আবুল খায়ের মেম্বারের বাড়ী) মোঃ ইসমাইলের ছেলে।

মামলার বিবরণে জানাযায়- ২০২১ সালের ৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বর্তমান লালমাই উপজেলাধীন রাইপুর গ্রামের খোরশেদ আমলের শিশু সন্তান আনাস ইসলাম নাহিদ (১০) আইসক্রিম খাওয়ার জন্য দশ টাকা নিয়ে পদুয়ার বাজার বিশ্বরোড ভাড়া বাসা থেকে বের হয়ে পাশের দোকানে যা।

শিশুটি নিদিষ্ট সময়ের মধ্যে বাসায় ফিরে না আসায় অনেক খোঁজাখুজি না পেয়ে পরদিন সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়রী করে শিশুটির পরিবার। পরবর্তীতে ঐদিন সকাল ৯টায় অজ্ঞাত ব্যক্তির মোবাইল থেকে পিতার ব্যবহৃত মোবাইলে ফোন করে জানায় যে, শিশুটি আসামির হেফাজতে আছে, ভিকটিমকে সুস্থ ফেরত পেতে হলে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে।

শিশুটির পিতা নিরুপায় হয়ে তিনধাপে ৩৫ হাজার টাকা নগদে পাঠালে কুমিল্লা মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় মুক্তিযোদ্ধা চত্বরের উত্তর পাশে ছেড়ে দেয়। ভিকটিমের পিতা সংবাদ পেয়ে সন্ধ্যা ৬টায় ভিকটিমকে উদ্ধার করেন।

সেই সূত্রধরে তদন্তকারী কর্মকর্তা এস.আই খালেকুজ্জামান ভিকটিমের অপহৃতের ভিডিও ফুটেজ সংগ্রহপূর্বক আসামি আবু ইউসুফকে গ্রেফতার করে। পরবর্তীতে আসামি আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেন। এ মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানী অন্তে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন বিচারক। রায় প্রদানকালে আসামি আবু ইউসুফ কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

error: Content is protected !!

কুমিল্লায় শিশু অপহরণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

তারিখ : ০৭:০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩

নেকবর হোসেন।।
শিশু অপহনের দায়ে এক যুবকককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কুমিল্লার আদালত।

বুধবার (৮ ফেব্রুআরি) দুপুর ১২টায় এ রায় দেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম আবু ইউসুফ। সে নোয়াখালী জেলার সেনবাগ থানার ঠনারপাড় (আবুল খায়ের মেম্বারের বাড়ী) মোঃ ইসমাইলের ছেলে।

মামলার বিবরণে জানাযায়- ২০২১ সালের ৮ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বর্তমান লালমাই উপজেলাধীন রাইপুর গ্রামের খোরশেদ আমলের শিশু সন্তান আনাস ইসলাম নাহিদ (১০) আইসক্রিম খাওয়ার জন্য দশ টাকা নিয়ে পদুয়ার বাজার বিশ্বরোড ভাড়া বাসা থেকে বের হয়ে পাশের দোকানে যা।

শিশুটি নিদিষ্ট সময়ের মধ্যে বাসায় ফিরে না আসায় অনেক খোঁজাখুজি না পেয়ে পরদিন সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়রী করে শিশুটির পরিবার। পরবর্তীতে ঐদিন সকাল ৯টায় অজ্ঞাত ব্যক্তির মোবাইল থেকে পিতার ব্যবহৃত মোবাইলে ফোন করে জানায় যে, শিশুটি আসামির হেফাজতে আছে, ভিকটিমকে সুস্থ ফেরত পেতে হলে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে।

শিশুটির পিতা নিরুপায় হয়ে তিনধাপে ৩৫ হাজার টাকা নগদে পাঠালে কুমিল্লা মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় মুক্তিযোদ্ধা চত্বরের উত্তর পাশে ছেড়ে দেয়। ভিকটিমের পিতা সংবাদ পেয়ে সন্ধ্যা ৬টায় ভিকটিমকে উদ্ধার করেন।

সেই সূত্রধরে তদন্তকারী কর্মকর্তা এস.আই খালেকুজ্জামান ভিকটিমের অপহৃতের ভিডিও ফুটেজ সংগ্রহপূর্বক আসামি আবু ইউসুফকে গ্রেফতার করে। পরবর্তীতে আসামি আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেন। এ মামলায় ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানী অন্তে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন বিচারক। রায় প্রদানকালে আসামি আবু ইউসুফ কাঠগড়ায় উপস্থিত ছিলেন।