কুমিল্লায় স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

নেকবর হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামী মোয়াজ্জেম হোসেন ভূইয়া সুমনকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। বাদীর আইনজীবী প্রদীপ কুমার দত্ত গনমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত মোয়াজ্জেম হোসেন ভূইয়া সুমন চৌদ্দগ্রাম পৌর এলাকার কমলপুর গ্রামের মৃত শেখ আহাম্মদ ভূইয়ার ছেলে।

আদালত সূত্র জানায়, বিয়ের পর থেকেই মোয়াজ্জেম হোসেন ভূইয়া সুমন ও তার স্ত্রী রোজিনা আক্তার রিয়ার মধ্যে যৌতুকসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি ধারালো ছুরিকাঘাতে রিয়াকে হত্যা করেন সুমন।

এ ঘটনায় নিহতের ছোট বোন শারমিন আক্তার বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ ১০ বছর বিচার কার্য পরিচালনার পর বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আসামির উপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

তবে এ রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোয়াজ্জেম হোসেন ভূইয়া সুমন আগামী সাত দিনের মধ্যে হাইকোর্ট ডিভিশনে আপিল করতে পারবেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page