০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় পর্যায়ের তুলনায় স্থানীয় সাংবাদিকরা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন- ড. ইমরান আনসারী কোনো ষড়যন্ত্রই কুমিল্লা-৬ আসনের মানুষের সঙ্গে আমার বন্ধন ভাঙতে পারবে না-হাজী ইয়াছিন কুমিল্লা-৯ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন কেন্দ্রীয় ছাত্রদল নেতা মোঃ শফিকুর রহমান কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে বিএনপির প্রার্থী কামরুল হুদার মনোনয়ন ফরম সংগ্রহ বুড়িচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত স্বপ্নের বুড়িচংয়ের নেতৃত্বে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আগুনে পুড়িয়ে ধ্বংস কুবি আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এমসিজে ও সিএসই বিভাগ কুমিল্লায় চালু হলো দেশের প্রথম স্বয়ংক্রিয় জ্বালানি বিপণন ডিপো, সরবরাহ ৪ জেলায় মুরাদনগরে পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪ কুবি ভর্তি পরীক্ষায় আবেদন ছাড়িয়েছে ৮০ হাজার, সময় শেষ ৩১ ডিসেম্বর

কুমিল্লা থেকে শেখ হাসিনার সঙ্গে অনলাইনে মিটিং; সাবেক পিপি জহিরুল ইসলাম সেলিম গ্রেপ্তার

  • তারিখ : ০৩:১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • 98

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুমিল্লা জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারবিরোধী নাশকতার পরিকল্পনার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনলাইনে মিটিং করে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন তিনি (সেলিম)।

অনলাইনের ওই বৈঠকে কুমিল্লা সদরের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা অংশগ্রহণ করেন। এছাড়াও জহিরুল ইসলাম সেলিমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি। বলেন, গ্রেপ্তার সেলিমকে আজ আদালতে সোপর্দ করা হবে।

গত বছরের ৩ আগস্ট কুমিল্লা নগরীর পুলিশ লাইন্স এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার ঘটনায় সর্বশেষ গত ১১ ফেব্রুয়ারি কোতয়ালী মডেল থানায় মামলা হয়। ওই মামলার বাদী সদর উপজেলার ডুমুরিয়া চান্দপুর গ্রামের মো. আমির হোসেনের ছেলে মো. ইনজামুল হক রানা। মামলায় সদর আসনের সাবেক সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারকে প্রধান আসামি করা হয়। ওই মামলায় ২৬১ জন আসামির মধ্যে কুমিল্লার আদালতের ২৬ আইনজীবীকে অভিযুক্ত করা হয়। গ্রেপ্তার এডভোকেট জহিরুল ইসলাম সেলিম ওই মামলায় এজাহারনামীয় আসামি।

error: Content is protected !!

কুমিল্লা থেকে শেখ হাসিনার সঙ্গে অনলাইনে মিটিং; সাবেক পিপি জহিরুল ইসলাম সেলিম গ্রেপ্তার

তারিখ : ০৩:১১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুমিল্লা জেলা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরকারবিরোধী নাশকতার পরিকল্পনার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাত ২টার দিকে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থা এলাকার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনলাইনে মিটিং করে অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন তিনি (সেলিম)।

অনলাইনের ওই বৈঠকে কুমিল্লা সদরের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা অংশগ্রহণ করেন। এছাড়াও জহিরুল ইসলাম সেলিমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি। বলেন, গ্রেপ্তার সেলিমকে আজ আদালতে সোপর্দ করা হবে।

গত বছরের ৩ আগস্ট কুমিল্লা নগরীর পুলিশ লাইন্স এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার ঘটনায় সর্বশেষ গত ১১ ফেব্রুয়ারি কোতয়ালী মডেল থানায় মামলা হয়। ওই মামলার বাদী সদর উপজেলার ডুমুরিয়া চান্দপুর গ্রামের মো. আমির হোসেনের ছেলে মো. ইনজামুল হক রানা। মামলায় সদর আসনের সাবেক সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারকে প্রধান আসামি করা হয়। ওই মামলায় ২৬১ জন আসামির মধ্যে কুমিল্লার আদালতের ২৬ আইনজীবীকে অভিযুক্ত করা হয়। গ্রেপ্তার এডভোকেট জহিরুল ইসলাম সেলিম ওই মামলায় এজাহারনামীয় আসামি।