০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অসহায়দের পাশে রয়েছে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা কুমিল্লায় জামায়াত প্রার্থীসহ ১৬ জনের মনোনয়ন বাতিল কুমিল্লা জেলা রিটার্নিং কর্তার কার্যালয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন কুবিতে খালেদা জিয়া, হাদি ও দীপু চন্দ্রের আত্মার শান্তি কামনায় প্রার্থনা ব্রাহ্মণপাড়ায় মাটি ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা; ড্রেজিংয়ের সরঞ্জাম ধ্বংস কুবি ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে ৯৬ হাজার, আসন প্রতি লড়বেন ১০৯ জন কুমিল্লায় পবিত্র কোরানের সুর অডিশন রাউন্ড অনুষ্ঠিত কুমিল্লায় রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার বুড়িচংয়ে কৃষিজমির মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৩ লক্ষ টাকা জরিমানা বুড়িচং দারুস সালাম মাদানীয়া মাদরাসায় বই উৎসব অনুষ্ঠিত

কুমিল্লা স্টেশন ক্লাবে শুরু হলো ৭ দিনব্যাপী বিসিক বৈশাখী মেলা

  • তারিখ : ০৮:৫৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • 220

নিউজ ডেস্ক।।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর আয়োজনে কুমিল্লা স্টেশন ক্লাবে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা-১৪৩২’।

মেলার ৫০টি স্টলে দেশি কাঁচামালে তৈরি ও দেশের কারিগরদের হাতে বানানো পণ্য মেলায় স্থান পেয়েছে। কাপড়, চামড়া, বাঁশ ও বেতের তৈরি পণ্যের মধ্যে রয়েছে পোশাক, ব্যাগ, জুতা, শতরঞ্জিসহ ঘর সাজানোর নানা জিনিস। এছাড়াও বিভন্ন স্টলে রয়েছে মৃৎশিল্পজাত সামগ্রী ও খাদ্যজাত পণ্য। মেলা চলবে ২৩এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে মেলা প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌহিদুল ইসলাম।

বিসিকের উপমহাব্যবস্থাপক মুনতাসীর মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, বিসিকের প্রমোশন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।

স্বাগত বক্তব্য রাখেন ওসান ফুডের চেয়ারম্যান ইয়াসমিন আক্তার। সঞ্চালনা করেন বিসিক জেলা কার্যালয়ের প্রমোশন কর্মকর্তা মো: নাজমুল হাসান।

অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌহিদুল ইসলাম বলেন, মেলার স্টলগুলো পণ্য প্রদর্শন ও পণ্য বৈচিত্রে ভূমিকা রাখবে। দেশের তৈরি পোশাক, হস্তশিল্প, খাদ্যজাত পণ্যের বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। উদ্যোক্তারা এই মেলার মাধ্যমে এসকল পণ্য বিদেশে রপ্তানিযোগ্য করে তুলবে। বিসিক আয়োজিত এই মেলা উদ্যোক্তাদের উন্নয়নের ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

error: Content is protected !!

কুমিল্লা স্টেশন ক্লাবে শুরু হলো ৭ দিনব্যাপী বিসিক বৈশাখী মেলা

তারিখ : ০৮:৫৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

নিউজ ডেস্ক।।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর আয়োজনে কুমিল্লা স্টেশন ক্লাবে শুরু হয়েছে সাত দিনব্যাপী ‘বৈশাখী মেলা-১৪৩২’।

মেলার ৫০টি স্টলে দেশি কাঁচামালে তৈরি ও দেশের কারিগরদের হাতে বানানো পণ্য মেলায় স্থান পেয়েছে। কাপড়, চামড়া, বাঁশ ও বেতের তৈরি পণ্যের মধ্যে রয়েছে পোশাক, ব্যাগ, জুতা, শতরঞ্জিসহ ঘর সাজানোর নানা জিনিস। এছাড়াও বিভন্ন স্টলে রয়েছে মৃৎশিল্পজাত সামগ্রী ও খাদ্যজাত পণ্য। মেলা চলবে ২৩এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে মেলা প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌহিদুল ইসলাম।

বিসিকের উপমহাব্যবস্থাপক মুনতাসীর মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, বিসিকের প্রমোশন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।

স্বাগত বক্তব্য রাখেন ওসান ফুডের চেয়ারম্যান ইয়াসমিন আক্তার। সঞ্চালনা করেন বিসিক জেলা কার্যালয়ের প্রমোশন কর্মকর্তা মো: নাজমুল হাসান।

অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌহিদুল ইসলাম বলেন, মেলার স্টলগুলো পণ্য প্রদর্শন ও পণ্য বৈচিত্রে ভূমিকা রাখবে। দেশের তৈরি পোশাক, হস্তশিল্প, খাদ্যজাত পণ্যের বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। উদ্যোক্তারা এই মেলার মাধ্যমে এসকল পণ্য বিদেশে রপ্তানিযোগ্য করে তুলবে। বিসিক আয়োজিত এই মেলা উদ্যোক্তাদের উন্নয়নের ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।