কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র জমা দিলেন আলমগীর কবির মজুমদার

স্টাফ রিপোর্টারঃ
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে সংসদ সদস্য পদে জাতীয় পার্টি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা দক্ষিন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলমগীর কবির মজুমদার।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকালে ঢাকায় বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির মনোনয়ন ফর্ম গ্রহণ করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক (২) আব্দুর রাজ্জাক, জাতীয় ছাত্র সমাজের সাবেক সভাপতি জুয়েল খান ।

ঢাকায় বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এই সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কুমিল্লা দক্ষিন জেলার সভাপতি এয়ার আহাম্মেদ সেলিম, সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মোহন, কুমিল্লা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাজী নজমুল ছুট্টু ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় নেতা কুমিল্লা দক্ষিন জেলা জাতীয় যুব সংহতির সভাপতি নজরুল ইসলাম বাবর, জেলা যুব সংহতির নেতা মুশফিকুর রহমান মুকুল, মহিউদ্দিন মজুমদার সোহেলসহ অন্যরা।

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আলমগীর কবির মজুমদার বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামল ছিলো বাংলাদেশের স্বর্ণযুগ। চৌদ্দগ্রাম জাতীয় পাটির উর্বরভূমি। জাতীয় পাটির ঘাটি। এ আসনের উপজেলা, পৌর, ইউনিয়ন ওয়ার্ডসহ প্রতিটি সাংগঠনিক ইউনিটে জাতীয় পাটি ও অঙ্গ সংগঠনের শক্তিশালী কমিটি রয়েছে।

এ আসনে নির্বাচনের জন্য যাবতীয় প্রস্তুতি রয়েছে। আমরা জনবন্ধু জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ। দল আমাকে মনোনয়ন দিলে শান্তি প্রিয় চৌদ্দগ্রাম বাসীর মার্কা নাঙ্গল জয়ী হবে ইনশাআল্লাহ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page