ক্যান্টনমেন্ট ফাড়ি পুলিশের অভিযানে মাদকসহ আটক ২

মারুফ আহমেদ।।
কুমিল্লা কোতয়ালী থানাধীন, ক্যান্টনমেন্ট ফাড়ি পুলিশের অভিযানে ৭কেজি গাজাসহ হাবিবুল বাসার (২৪) ও ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবু বকর ছিদ্দিক(৫৩) নামে দুজনকে আটক করে পুলিশ। রোববার রাতে তাদেরকে আটক করা হয়।

ক্যান্টনমেন্ট ফাড়ি পুলিশের ইনচার্জ (আই সি) ইন্সপেক্টর আব্দুল্লাহ্ আল মামুন জানান, রোববার রাত আনুমানিক ১০টার দিকে ক্যান্টনমেন্ট বাস স্ট্যান্ড এলাকায়, আমার নেতৃত্বে এস আই আমিরুল ও এএস আই আশিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযানের সময়, বিভিন্ন পরিবহনে তল্লাশি চালিয়ে কৌশলে লুকিয়ে রাখা ৭ কেজি গাজা ও ৯২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করতে সক্ষম হই।

আটককৃতরা হল, কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন বড় আলামপুর গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে হাবিবুল বাসার ও জেলার দাউদকান্দি উপজেলার রাঙ্গা শিমুলিয়া গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে আবু বকর ছিদ্দিক।

পরে সোমবার আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে, আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page