মনোয়ার হোসেন।।
কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুসারে নববর্ষ উপলক্ষে চৌদ্দগ্রাম হাজী জাফর আলী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ফুটবল ম্যাচ।
বুধবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত খেলায় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে ২-১ গোলে পৌরসভা ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় মিয়াবাজার স্পোর্টিং ক্লাব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
উপজেলা বিএনপির নববর্ষ উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক জিএম তাহের পলাশী, উপজেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তু, আ.ন.ম সলিমুল্লাহ টিপু, সাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, নুরুন্নবী পাটোয়ারী, সদস্য এনামুল হক ছুট্টু, ডাঃ আনোয়ার হোসেন, কাজী শাহীন রেজা, খন্দকার আল আমিন খোকন, তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান ভুঁইয়া, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী শহীদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন, সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, উপজেলা কৃষকদলের সভাপতি শাহ আলম, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, সদস্য সচিব বদিউল আলম খাঁ নোমান, চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম, সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড, চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম, আবুল হাশেম, নুর মোহাম্মদ, জাকির হোসেন, রফিকুল ইসলাম শামীম, আবু বক্কর ছিদ্দিক, উপজেলা তাঁতিদলের সভাপতি হাজী ইব্রাহীম খলিল, উপজেলা শ্রমিকদলের সভাপতি গাজী আবু বক্কর, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মেম্বার, পৌর মৎসজীবি দলের আহবায়ক মাসুদ রানা সুজন, উপজেলা ছাত্রদল নেতা ফখরুল হাসান, আবির চৌধুরী, চৌদ্দগ্রাম পৌর ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম অনিক, যুগ্ম আহবায়ক শাহরিয়ার জাকির বাঁধনসহ বিভিন্ন পৌরসভা ও মিয়াবাজার এলাকা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও দর্শক।
নববর্ষে ভিন্নরকম আয়োজনে মুগ্ধ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আরো দেখুন:You cannot copy content of this page