চৌদ্দগ্রামে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা কামরুল হুদা

মনোয়ার হোসেন।।
চৌদ্দগ্রামে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা। এ সময় তিনি পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দকে নিরাপত্তা, সম্প্রীতি বজায় রাখা সহ বিভিন্ন বিষয় নিয়ে আশ্বস্ত করেন।

শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম বাজার পূজা মন্ডপ, চাঁন্দিশকরা নাথ বাড়ি পূজা মন্ডপ ও চাঁন্দিশকরা দাশ বাড়ি পূজা মন্ডপ পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক এয়াছিন পাটোয়ারী, সাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশীদ মজুমদার, সদস্য সচিব শরীফুল ইসলাম দুলাল, যুগ্ম আহবায়ক দুলাল পাটোয়ারী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, রফিকুল ইসলাম শামীম, আবুল হাশেম, রিপন মিয়া, পৌরসভা যুবদলের আহবায়ক মো. হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুর রহমান, সদস্য সচিব বদিউল আলম নোমান খাঁ, যুগ্ম আহবায়ক আবদুল কাদের, পৌর কৃষকদল সভাপতি আবদুল মমিন, ছাত্রদল নেতা এডভোকেট সাজ্জাদ হোসেন, রেজাউল করিম রাজিম, পৌর মৎসজীবিদলের আহবায়ক মাসুদ রানা সুজন, কনকাপৈত ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী মহিন উদ্দিন নয়ন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, পৌরসভা ছাত্রদলের আহবায়ক ইব্রাহিম হোসেন অনিক প্রমুখ।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. কামরুল হুদা বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন-ধর্ম যার যার, রাষ্ট্র সবার’। সনাতন ধর্মাবলম্বীরা সংখালঘু নয়, তারা আমাদের প্রতিবেশি। আমরা সবাই বাংলাদেশী। সুতরাং পূজা মন্ডপে কাউকে বিশৃঙ্খলা করতে দেয়া হবে না। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। আওয়ামী রাজাকাররা যাতে কোন অসৎ উদ্দেশ্যে পূজা মন্ডপে হামলা করে বিএনপির উপর দোষ চাপাতে না পারে, সেজন্য বিএনপির পক্ষ থেকে পূজা মন্ডপ রক্ষায় নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। আমরা বিশৃঙ্খলাকারী কাউকে ছাড় দেব না। স্পষ্টভাবে বলতে চাই, সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে তাদের পূজা পালন করতে পারবে’।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page