চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়ার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা মো: সিরাজ মিয়া (৭৫) প্রকাশ বিলাত মিয়া গত বৃহস্পতিবার ভোর রাত সাড়ে চার ঘটিকায় বার্ধক্যজনিত কারণে তাঁর নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যকালে তিনি স্ত্রী, চার মেয়ে ও তিন ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বিকালে মরহুমের নিজ বাড়ীতে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহর নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। এ সময় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: হারুনুর রশিদ এর নেতৃত্বে থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলো।

এদিকে বীর মুক্তিযোদ্ধা মো: সিরাজ মিয়ার মৃত্যুতে চৌদ্দগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। পৃথক পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার সর্বোচ্চ মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page