মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে পৌরসভাধিন মধ্যম চাঁন্দিশকরা দো-তলা জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা মো: জাকির হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও নগদ অর্থ প্রদানের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মাওলানা জাকির হোসেন ১৯৯৭ সালে এ মসজিদটিতে যোগদানের পর দীর্ঘ সাতাশ বছর সুনামের সহিত মসজিদের খেদমতে নিয়োজিত ছিলেন। সোমবার অত্র মসজিদ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় গ্রহণ করেন তিনি। তাঁর গ্রামের বাড়ী পার্শ্ববর্তী লাকসাম উপজেলার ফুলগাঁও গ্রামে। বিদায় বেলায় মসজিদের মুসল্লী ও মক্তব্য শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
শুক্রবার (০৩ মে) বা’দ জুমআ মধ্যম চাঁন্দিশকরা ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে জামে মসজিদে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি এছাক দুলাল মুহুরী, সেক্রেটারী মো: সাদেক মিয়া, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার শিক্ষক ও মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন।
মধ্যম চাঁন্দিশকরা ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্টা মো: জাকির হোসেন বাদল এর সার্বিক তত্ত্বাবধানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য ডা. কামরুল হাসান, মো: জুয়েল, মেহেদী হাসান রিয়াদ, জাহিদ হাসান রতন, লিমন পাটোয়ারী, মোহাম্মদ সোহাগ মিয়া, মোহাম্মদ শিপন, মোহাম্মদ সৌরভ ও মোহাম্মদ নজরুল প্রমুখ।
আরো দেখুন:You cannot copy content of this page