০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবির চৌদ্দগ্রাম অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ঘোলপাশা ইউনিয়ন শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মুরাদনগরে মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন বুড়িচংয়ে ২০০৩ থেকে ২০১৪ সালের পুরাতন দলিল ধ্বংসে গণবিজ্ঞপ্তি জারি কুমিল্লার দেবীদ্বারে বিনামূল্যে বিড়ালকে জলাতঙ্ক টিকা প্রদান দেশবরেণ্য বাউল শিল্পী কুমিল্লার ফজলুর রহমান বাবুল আর নেই নানা আয়োজনে কুমিল্লায় কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ১৩ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চৌদ্দগ্রামে সাংবাদিকের উপর হামলার প্রধান আসামী মোয়াজ্জেম আটক

  • তারিখ : ০৮:১৯:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
  • 23

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় এশিয়ান টিভির চৌদ্দগ্রাম প্রতিনিধি ও চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সম্পাদক এবং চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক কামাল হোসেন নয়ন এর উপর সংঘটিত ন্যাক্কারজনক হামলার প্রধান আসামী মোয়াজ্জেম হোসেন প্রকাশ নওশাদকে আটক করেছে থানা পুলিশ। সে চৌদ্দগ্রাম পৌরসভাধিন গোমারবাড়ী গ্রামের বাবুল মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গত সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদে ব্যক্তিগত কাজ সেরে কামাল হোসেন মোটরসাইকেলযোগে চৌদ্দগ্রাম বাজারের দিকে যাচ্ছিলেন। দোয়েল চত্তর এলাকায় পৌঁছলে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন নওশাদ এর নেতৃত্বে অজ্ঞাতনামা আরো ১৫/২০ জন যুবক সাংবাদিক কামাল হোসেন নয়ন এর উপর সন্ত্রাসী হামলা করে। হামলায় তিনি গুরুতর আহত হন।

এ সময় তার কাছে থাকা মোবাইল ফোন ও এশিয়ান টিভির লোগো সম্বলিত মাইক্রোফোন ভাংচুর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

এ ঘটনায় সাংবাদিক কামালের স্ত্রী নাছরিন আক্তার বাদী হয়ে মোয়াজ্জেম হোসেন নওশাদ ও রবিউল হাসান পিয়াসের নাম উল্লেখ করে অজ্ঞাতনাম আরো ১০/১২ জনের নামে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। শনিবার এ মামলার প্রধান আসামী মোয়াজ্জেমকে আটক করে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপর হামলাকারীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘সাংবাদিকের উপর হামলার সংবাদ পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ যায়। তার স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেন।

শনিবার রাতে হামলার মূলহোতা মোয়াজ্জেমকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হামলার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে আরো ছয় জনের সংশ্লিষ্টতার কথা জানিয়েছে সে। রোববার তাকে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।’

error: Content is protected !!

চৌদ্দগ্রামে সাংবাদিকের উপর হামলার প্রধান আসামী মোয়াজ্জেম আটক

তারিখ : ০৮:১৯:১৩ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লায় এশিয়ান টিভির চৌদ্দগ্রাম প্রতিনিধি ও চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সহ-সম্পাদক এবং চৌদ্দগ্রাম টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক কামাল হোসেন নয়ন এর উপর সংঘটিত ন্যাক্কারজনক হামলার প্রধান আসামী মোয়াজ্জেম হোসেন প্রকাশ নওশাদকে আটক করেছে থানা পুলিশ। সে চৌদ্দগ্রাম পৌরসভাধিন গোমারবাড়ী গ্রামের বাবুল মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গত সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদে ব্যক্তিগত কাজ সেরে কামাল হোসেন মোটরসাইকেলযোগে চৌদ্দগ্রাম বাজারের দিকে যাচ্ছিলেন। দোয়েল চত্তর এলাকায় পৌঁছলে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন নওশাদ এর নেতৃত্বে অজ্ঞাতনামা আরো ১৫/২০ জন যুবক সাংবাদিক কামাল হোসেন নয়ন এর উপর সন্ত্রাসী হামলা করে। হামলায় তিনি গুরুতর আহত হন।

এ সময় তার কাছে থাকা মোবাইল ফোন ও এশিয়ান টিভির লোগো সম্বলিত মাইক্রোফোন ভাংচুর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

এ ঘটনায় সাংবাদিক কামালের স্ত্রী নাছরিন আক্তার বাদী হয়ে মোয়াজ্জেম হোসেন নওশাদ ও রবিউল হাসান পিয়াসের নাম উল্লেখ করে অজ্ঞাতনাম আরো ১০/১২ জনের নামে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। শনিবার এ মামলার প্রধান আসামী মোয়াজ্জেমকে আটক করে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপর হামলাকারীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘সাংবাদিকের উপর হামলার সংবাদ পেয়েই দ্রুত ঘটনাস্থলে পুলিশ যায়। তার স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেন।

শনিবার রাতে হামলার মূলহোতা মোয়াজ্জেমকে আটক করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হামলার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে আরো ছয় জনের সংশ্লিষ্টতার কথা জানিয়েছে সে। রোববার তাকে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।’