চৌদ্দগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহম্মদ এর স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আলী আহম্মদ এর স্মরণে পরিবারের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মার্চ) বিকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের চাঁন্দশ্রী শাহ ফয়জন মিয়া রহমত উল্লাহ মাজার ঈদগাহ ও মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে মুনাজাত পরিচালনা করেন কুমিল্লা আলিয়া মাদরাসার সাবেক হেড মোহাদ্দেস মাওলানা মু. আবদুর রাজ্জাক। দোয়া ও ইফতার মাহফিলে মরহুমের আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী, এলাকার আলেম-ওলামা সহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী উপস্থিত ছিলেন।

দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফেনী আলিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা মো: মোসলেহ উদ্দীন, চাঁন্দশ্রী জামে মসজিদের খতিব মাওলানা হারুনুর রশিদ, আলহেরা মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা আতিকুর রহমান, উত্তর প্রতাপপুর ইসলামিয়া সিনিয়র মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মো: রবিউল হোসেন, মাওলানা মো: আবুল কাসেম, কোমারডোগা মাদরাসার শিক্ষক মাওলানা আবদুল মতিন, বাবুচি দারুচ্ছুন্নাত মাদরাসার শিক্ষক মাওলানা আবুল হাশেম, মাওলানা শহিদুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুুস সোবহান ভূঁইয়া হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ্ বাবুল, আড্ডা কলেজের সাবেক অধ্যক্ষ মীর মো: হারুনুর রশিদ, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এবিএম এ বাহার, বিআরডিবি’র সভাপতি আলী আশ্বব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারেক সর্দার, শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, আলকরা ইউপি’র সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, মুন্সীরহাট ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহ আলম মোল্লা, ঘোলপাশা ইউপি’র সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, কনকাপৈত ইউপি’র সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন শান্ত, চৌদ্দগ্রাম উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দীন সর্দার, বিশিষ্ট সমাজসেবক মো: খায়রুল বাশার, উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিঞা মো: নাসির উদ্দীন, সাবেক পৌর প্যানেল মেয়র মো: নজরুল ইসলাম কামাল প্রমুখ।

উল্লেখ্য, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহম্মদ এর স্মরণে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল উপলক্ষে উপজেলার উজিরপুর ইউনিয়নের মিয়াবাজার জামেয়া রহমানিয়া মাদরাসা, দাতামা সিনিয়র মাদরাসা, মিয়াবাজার আল-হেরা দারুচ্ছুন্নাত মাদরাসা, শামুকসার মাদরাসা, কোমারডোগা মাদরাসা সহ ইউনিয়নের বিভিন্ন মাদরাসা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকদের জন্য প্রতিষ্ঠানে ইফতার পাঠানো হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page