তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কুমিল্লায় অনুর্ধ্ব-১৮ যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার।।
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় উপজেলা যুব কাবাডি অনুর্ধ-১৮ বালক-বালিকা প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামের জিমনেসিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ সামসুল তাবরীজ। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সুমন কুমার মিত্র।

এসময় জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ন সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহাবুবুল আলম চপল, সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, তিতাস উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গিয়াস উদ্দিন ভূইয়া, সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বোর্ডের আম্পায়ার ফখরুল আলম উল্লাস, শিক্ষক সাফিয়া বেগম শেলী, ইসমাইল নবী, মোশারফ হোসেন, মো: একরাম, ক্রীড়া অনুরাগী কবির হোসেনসহ বিভিন্ন উপজেলার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ৮টি বালক ও ২টি বালিকা দল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী খেলায় মেঘনা উপজেলা যুব কাবাডি দল বরুড়া উপজেলা যুব কাবাডি দলকে হারিয়ে জয় লাভ করে। পরের খেলায় কালেকটরেট স্কুল এন্ড কলেজ কুমিল্লা মর্ডান হাই স্কুলকে হারিয়ে জয়ী হয়।

দিনব্যাপী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন একটি বালক ও একটি বালিকা দল বিভাগীয় প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ পাবে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮

You cannot copy content of this page