তিশা প্লাস বাসের ধাক্কায় আহত কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কু্বি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। আহত শিক্ষার্থীর নাম মোহাম্মদ ইরফান উল্লাহ। বৃহস্পতিবার ( ৯ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় জাগরঝুলি বিশ্বরোডে সাইকেল ও তিশা প্লাস বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাচ্ছিলো।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনায় বাম হাত ভেঙে গিয়েছে। ডান হাতেও প্রচন্ড আঘাত লেগেছে। নাক, মুখ দিয়ে রক্ত বের হচ্ছিলো দেখে তাৎক্ষণিক তাকে কুমিল্লা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে ডাক্তাররা ইরফানকে ঢাকা মেডিকেলে পাঠিয়েছে।

এ বিষয়ে পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী বলেন,’দুর্ঘটনার বিষয়টি আমি শুনেছি। সে গুরুতর আহত হয়েছে। ইরফানের সাথে তার কয়েকজন বন্ধু আছে। তারা তার পরিবারের সাথে যোগাযোগ করে ঢাকা নিয়ে যাচ্ছে। আমি তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি।’

ময়নামতি হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘তিশা প্লাস বাসটিকে আমরা কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থেকে আটক করেছি। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ
ব্যবস্থা নিব।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page