০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

থানার ভেন্টিলেটর ভেঙে পালালেন ‘চোর’

  • তারিখ : ১২:৫২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • 9

নিউজ ডেস্ক।।
সিলেটে ভেন্টিলেটর ভেঙে চুরির ঘটনার একাধিক মামলার আসামি থানা হাজতের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে গেছেন।

বুধবার (৬ ডিসেম্বর) সিলেটের জকিগঞ্জে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া ওই আসামিকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে থানা ও ডিবি পুলিশ। তবে এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানা যায়।

অভিযুক্ত আসামির নাম রাসেল আহমদ রাসু (২৪)। তিনি জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের আলকাছ মিয়ার ছেলে। রাসেল একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

পুলিশ বলছে, তার বিরুদ্ধে করা প্রায় সবকটি মামলায় ভেন্টিলেটর ভেঙে চুরির অভিযোগ আনা হয়েছে।

ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে জকিগঞ্জ থানার ওসি জাবেদ মাসুদ জানান, পুলিশ সদস্যরা অবরোধের কারণে মাঠে ডিউটিতে চলে যান। সেই সুযোগে থানাহাজতের ভেন্টিলেটর ভেঙে সে পালিয়ে যায়।

তাকে ফের গ্রেপ্তার করতে আমাদের অভিযান চলছে। যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হবে। রাসেল সিঁদ কাটা ও ভেন্টিলেটর ভেঙে চুরিতে খুবই পারদর্শী। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।

error: Content is protected !!

থানার ভেন্টিলেটর ভেঙে পালালেন ‘চোর’

তারিখ : ১২:৫২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

নিউজ ডেস্ক।।
সিলেটে ভেন্টিলেটর ভেঙে চুরির ঘটনার একাধিক মামলার আসামি থানা হাজতের ভেন্টিলেটর ভেঙে পালিয়ে গেছেন।

বুধবার (৬ ডিসেম্বর) সিলেটের জকিগঞ্জে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া ওই আসামিকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে থানা ও ডিবি পুলিশ। তবে এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানা যায়।

অভিযুক্ত আসামির নাম রাসেল আহমদ রাসু (২৪)। তিনি জকিগঞ্জ পৌর এলাকার বিলেরবন্দ গ্রামের আলকাছ মিয়ার ছেলে। রাসেল একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

পুলিশ বলছে, তার বিরুদ্ধে করা প্রায় সবকটি মামলায় ভেন্টিলেটর ভেঙে চুরির অভিযোগ আনা হয়েছে।

ভেন্টিলেটর ভেঙে পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে জকিগঞ্জ থানার ওসি জাবেদ মাসুদ জানান, পুলিশ সদস্যরা অবরোধের কারণে মাঠে ডিউটিতে চলে যান। সেই সুযোগে থানাহাজতের ভেন্টিলেটর ভেঙে সে পালিয়ে যায়।

তাকে ফের গ্রেপ্তার করতে আমাদের অভিযান চলছে। যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হবে। রাসেল সিঁদ কাটা ও ভেন্টিলেটর ভেঙে চুরিতে খুবই পারদর্শী। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।