০২:১৭ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজের রুবি জয়ন্তী উপলক্ষে ৯৭ ব্যাচের আলোচনা ও রেজিস্ট্রেশন দেবিদ্বারে সাড়ে তিন বছরের শিশুকে কুপিয়ে ও পিটিয়ে আহত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নির্বাচনী প্রস্তুতি ও কর্মী সভা বুড়িচংয়ে ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় দুম্বার মাংস বিতরণ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়া যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কুমিল্লার লাভলী আক্তারকে সম্মাননা স্মারক প্রদান কক্সবাজারের আনন্দযাত্রা সড়কেই শেষ, কুমিল্লার একই পরিবারের ৫ জন নিহত ক্যান্সার আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা বাঁচতে চায় মুরাদনগরে শিশু আদিবা হত্যার ঘটনায় চাচাতো ভাই গ্রেফতার কুবিতে রোটারেক্ট ক্লাবের উদ্যোগে ‘স্টাডি অ্যাবরোড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কুমিল্লার এক যুবক নিহত

  • তারিখ : ০৫:২৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
  • 59

কুমিল্লা নিউজ ডেস্ক।।
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কুমিল্লার চৌদ্দগ্রামের বায়েজিদ হোসেন সুকতা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রোববার রাতে গুলি করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় আজ বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড কিং শ্রীপুর গ্রামের আবদুল মমিনের ছেলে।

বুধবার দুপুরে নিহতের বড় ভাই রিয়াদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে তাঁকে হত্যা করা হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বায়েজিদ হোসেন সুকতা দক্ষিণ আফ্রিকায় স্টেশনারি ব্যবসা করে আসছেন। ব্যবসা নিয়ে চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের দেবীপুর গ্রামের অভি নামের এক বাংলাদেশির সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে সেখানকার প্রবাসীরা একাধিকবার সালিস বৈঠক করে আপস-মীমাংসা করে দেন। কিন্তু অভি কোনোভাবেই বিষয়টি মেনে নিতে না পেরে ২১ জানুয়ারি রোববার রাতে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা সুকতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাতে তিনি মাটিতে লুটে পড়েন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় আজ ভোরে সুকতার মৃত্যু হয়।

নিহত সুকতার ভাই রিয়াদ হোসেন বলেন, ‘ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে অভি নামের এক যুবক সন্ত্রাসী ভাড়া করে আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে। আমি বাংলাদেশ সরকারের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বায়েজিদ হোসেন সুকতা নামের এক যুবকের মৃত্যুর খবর জানতে পেরেছি। লাশ দেশে আনার জন্য পরিবারকে আইনগতভাবে সব ধরনের সহযোগিতা করা হবে।’

error: Content is protected !!

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কুমিল্লার এক যুবক নিহত

তারিখ : ০৫:২৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪

কুমিল্লা নিউজ ডেস্ক।।
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কুমিল্লার চৌদ্দগ্রামের বায়েজিদ হোসেন সুকতা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রোববার রাতে গুলি করার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় আজ বুধবার ভোরে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড কিং শ্রীপুর গ্রামের আবদুল মমিনের ছেলে।

বুধবার দুপুরে নিহতের বড় ভাই রিয়াদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে তাঁকে হত্যা করা হয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বায়েজিদ হোসেন সুকতা দক্ষিণ আফ্রিকায় স্টেশনারি ব্যবসা করে আসছেন। ব্যবসা নিয়ে চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের দেবীপুর গ্রামের অভি নামের এক বাংলাদেশির সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে সেখানকার প্রবাসীরা একাধিকবার সালিস বৈঠক করে আপস-মীমাংসা করে দেন। কিন্তু অভি কোনোভাবেই বিষয়টি মেনে নিতে না পেরে ২১ জানুয়ারি রোববার রাতে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা সুকতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাতে তিনি মাটিতে লুটে পড়েন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় আজ ভোরে সুকতার মৃত্যু হয়।

নিহত সুকতার ভাই রিয়াদ হোসেন বলেন, ‘ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে অভি নামের এক যুবক সন্ত্রাসী ভাড়া করে আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করে। আমি বাংলাদেশ সরকারের কাছে এর সুষ্ঠু বিচার দাবি করছি।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বায়েজিদ হোসেন সুকতা নামের এক যুবকের মৃত্যুর খবর জানতে পেরেছি। লাশ দেশে আনার জন্য পরিবারকে আইনগতভাবে সব ধরনের সহযোগিতা করা হবে।’