দলীয় কোন্দলের জেরে কুমিল্লা উ. জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্পাদকের আঙ্গুল কর্তন

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার দেবিদ্বারে দলীয় কোন্দলের জেরে উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকারের আঙ্গুল কর্তন করেছে অপর গ্রুপের সন্ত্রাসীরা।

রবিবার (১৬ জুন) দুপুরের দিকে দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর বাজারে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাগুড় বাজারে শাকসবজি কেনার সময় সন্ত্রাসী কাউসার আহমেদ চাপাতি দিয়ে লিটন সরকারকে আঘাত করে। এ সময় আঙ্গুলের একটি অংশ হাত থেকে বিচ্ছিন্ন হয়। হামলাকারী কাউসার আহমেদ স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য আবুল কালাম আজাদের অনুসারী বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা জানান, সংসদ নির্বাচনে নৌকার পক্ষে এবং উপজেলা নির্বাচনে ঘোড়ার পক্ষে কাজ করায় লিটন সরকারকে হত্যার চেষ্টা করা হয়।

বর্তমানে লিটন সরকার ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে দেবীদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া জানান, এই ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। তবে থানা পুলিশ এ বিষয়ে কাজ করছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page