দাউদকান্দিতে আওয়ামীলীগ নেতাকর্মীদের তোপের মুখে বিএনপি পূর্ব নির্ধারিত কর্মসূচি পন্ড

গোলাম কিবরিয়া।।
দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে আজ সোমবার সকাল ১০টায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিলেন উপজেলা ও দাউদকান্দি পৌরসভার বিএনপির নেতারা। তবে বিপত্তি বাধে আ.লীগসহ এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাদের কারণে।

সকাল থেকেই দেখা যায়, উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলীর নেতৃত্বে বিএনপির কর্মসূচি ঠেকাতে উপজেলার টোলপ্লাজায় কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রবিক উদ্দিন রকিবের নেতৃত্ব্যে শ্রমিক লীগের নেতা কর্মীরা অবস্থান নেয়।

পৌরসভার বিশ্বরোডে উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ এর সভাপতি মো.সোহেল রানা, কুমিল্লা উত্তর জেলা মহিলা যুব লীগের সভাপতি সিমিন চৌধুরী ও পৌরসভা আওয়ামী যুবলীগের সদস্য মুরাদ চৌধুরী সুমন এর নেতৃত্বে নেতাকর্মীরা অবস্থান নেয়।

গৌরীপুর ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অবস্থান নেয় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা নোমান সরকারের অনুসারীরা, ইলিয়টগঞ্জে অবস্থান নেয় মৎসজীবী লীগ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান লোকমান হোসেনের অনুসারীরা, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শহীদ নগরে অবস্থান সুন্দলপুর ইউপি চেয়ারম্যান ও. লীগ নেতা আসলাম মিয়াজী চেয়ারম্যানের অনুসারীরা।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার প্রতিটি ওয়ার্ডের মোড়ে মোড়ে বিএনপি’র নেতা-কর্মীদের প্রতিহত করার জন্য আ.লীগ ,যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতা-কর্মীরা অবস্থান নেয়।

পরে ঝামেলা এড়াতে বিএনপির নেতা-কর্মীরা পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করে সভাস্থল ত্যাগ করে চলে যান বলে খবর পাওয়া যায়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page