০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে গুনবতী জনসভার সার্বিক প্রস্তুতির বিষয়ে ইউনিয়ন জামায়াতের সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন কৃষকদলের নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় অনুষ্ঠিত গোমতী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কুমিল্লায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু কুমিল্লায় ট্রাকচাপায় মায়ের পাশে দাঁড়িয়ে থাকা ৬ বছরের শিশুর মৃত্যু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশ; লটারি পদ্ধতি বহাল ফ্যাসিবাদ মোকাবেলা ব্যর্থ ইউনূস সরকার; কুমিল্লায় ইসলামী ৮ দলের নেতারা কুমিল্লা-৪ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন হাসনাত আব্দুল্লাহ

দীর্ঘ পাঁচ বছর আইনি লড়াই শেষে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বুড়িচংয়ের কবির হোসেন

  • তারিখ : ০৫:০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • 228

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের বাকশিমুল গ্রামের কবির হোসেন এক মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

গত ৬ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২৬ এর বিচারক আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদ এ রায় দেন।

রায়ে আদালত উল্লেখ করেন, ২০২০ সালের জিআর ১০৪৭/২০ নং মামলায় মো. কবির হোসেনকে আসামি করা হয়েছিল। মামলাটিতে ২০২১ সালের ৯ ডিসেম্বর অভিযোগ গঠন করা হলেও রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী আদালতে হাজির করতে পারেনি।

অভিযোগ গঠনের পর থেকে মোট ১৩ বার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হলেও কোনো সাক্ষী হাজির না হওয়ায় মামলাটির অগ্রগতি সম্ভব হয়নি।

আদালত রায়ে বলেন, ফৌজদারী কার্যবিধির ৩৩৯(গ)(১) ধারা অনুযায়ী মামলার বিচারিক সময়সীমা ১৮০ কার্যদিবস। তাছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্মারক নং ১৭০৫৪(১৬) (তারিখ: ৩০/৮/২০১৫) অনুযায়ী তিন বছরের অধিক পুরোনো মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ রয়েছে।

দীর্ঘসূত্রতা ও সাক্ষ্যগ্রহণে ব্যর্থতার প্রেক্ষিতে আদালত মনে করেন, মামলার অগ্রগতির কোনো সম্ভাবনা নেই। তাই ন্যায়বিচারের স্বার্থে মামলাটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয় এবং আসামি কবির হোসেনকে অব্যাহতি প্রদান করা হয়।

রায়ে আরও বলা হয়, আসামির নামে পূর্বে জারি করা কোনো প্রসেস থাকলে তা রিকল করার নির্দেশ প্রদান করা হলো।

এ বিষয়ে কবির হোসেন বলেন, “আমাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি এই মামলা সাজিয়েছিল। দেরিতে হলেও বিজ্ঞ আদালতের মাধ্যমে আমি ন্যায়বিচার পেয়েছি।”

error: Content is protected !!

দীর্ঘ পাঁচ বছর আইনি লড়াই শেষে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বুড়িচংয়ের কবির হোসেন

তারিখ : ০৫:০৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের বাকশিমুল গ্রামের কবির হোসেন এক মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।

গত ৬ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২৬ এর বিচারক আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদ এ রায় দেন।

রায়ে আদালত উল্লেখ করেন, ২০২০ সালের জিআর ১০৪৭/২০ নং মামলায় মো. কবির হোসেনকে আসামি করা হয়েছিল। মামলাটিতে ২০২১ সালের ৯ ডিসেম্বর অভিযোগ গঠন করা হলেও রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী আদালতে হাজির করতে পারেনি।

অভিযোগ গঠনের পর থেকে মোট ১৩ বার সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হলেও কোনো সাক্ষী হাজির না হওয়ায় মামলাটির অগ্রগতি সম্ভব হয়নি।

আদালত রায়ে বলেন, ফৌজদারী কার্যবিধির ৩৩৯(গ)(১) ধারা অনুযায়ী মামলার বিচারিক সময়সীমা ১৮০ কার্যদিবস। তাছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্মারক নং ১৭০৫৪(১৬) (তারিখ: ৩০/৮/২০১৫) অনুযায়ী তিন বছরের অধিক পুরোনো মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ রয়েছে।

দীর্ঘসূত্রতা ও সাক্ষ্যগ্রহণে ব্যর্থতার প্রেক্ষিতে আদালত মনে করেন, মামলার অগ্রগতির কোনো সম্ভাবনা নেই। তাই ন্যায়বিচারের স্বার্থে মামলাটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয় এবং আসামি কবির হোসেনকে অব্যাহতি প্রদান করা হয়।

রায়ে আরও বলা হয়, আসামির নামে পূর্বে জারি করা কোনো প্রসেস থাকলে তা রিকল করার নির্দেশ প্রদান করা হলো।

এ বিষয়ে কবির হোসেন বলেন, “আমাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে কিছু ব্যক্তি এই মামলা সাজিয়েছিল। দেরিতে হলেও বিজ্ঞ আদালতের মাধ্যমে আমি ন্যায়বিচার পেয়েছি।”