০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লার দেবীদ্বারে বিনামূল্যে বিড়ালকে জলাতঙ্ক টিকা প্রদান দেশবরেণ্য বাউল শিল্পী কুমিল্লার ফজলুর রহমান বাবুল আর নেই নানা আয়োজনে কুমিল্লায় কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ১৩ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ডে মানববন্ধন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘সায়েন্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড স্যাংকটিটি’ কনফারেন্স বাঙ্গরায় আহলে সুন্নাত ওয়াল জামাআত অফিসের শুভ উদ্বোধন চান্দিনায় সবুজ গাছের চারা হাতে নিয়ে মাদককে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা

দেবীদ্বারে ইউ‌পি সদ‌স্য আবুল হা‌শেমের বিরু‌দ্ধে ষড়ডন্ত্রমুলক মামলা

  • তারিখ : ১০:২৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
  • 21

নেকবর হোসেন।।
কু‌মিল্লা দেবীদ্বা‌র উপ‌জেলার বরকামতা ইউ‌পির ৭ নং ওয়া‌র্ডের জন‌প্রিয় ইউ‌পি সদস্য ও বর্তমান মেম্বার আবুল হা‌শে‌মের বিরু‌দ্ধে ষড়যন্ত্রমুলক মামলার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ ক‌রে এলাকাবাসী।

জানা যায়, আবুল হা‌শেম‌কে পরা‌জিত কর‌তে স্থানীয় আদম ব‌্যবসা‌য়ি ফ‌রিদ মিয়া প্রতিদ্ব‌ন্ধি প্রার্থীর সা‌থে হাত মি‌লি‌য়ে ষড়যন্ত্র শুরু ক‌রে। একপর্যা‌য়ে চল‌তি মা‌সের ২৩ জানুয়া‌রি ব্রাক্ষণখাড়া গ্রামের আদম ব‌্যবসা‌য়ি ফ‌রিদ মিয়ার সা‌থে একই এলাকার হা‌লিম মিয়ার তুচ্ছ বিষয় নি‌য়ে কথাকা‌টি ও হাতাহা‌তির ঘটনা ঘ‌টে। উক্ত ঘটনা‌কে ভিন্নখা‌তে নি‌য়ে মিথ্যা ঘটনা সা‌জি‌য়ে মোটা অং‌কের টাকার বি‌নিম‌য়ে ফ‌রিদ মিয়ার ভাই মুকবুল হোসেন বাদী হ‌য়ে দেবীদ্বার থানায় মেম্বার আবুল হা‌শেম,তার দুই ছে‌লে ও তিন সমর্থক‌কে আসা‌মি ক‌রে মামলা দা‌য়ের ক‌রে। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সালাউ‌দ্দিন শামীম ঘটনাস্থ‌লে হা‌জির হ‌য়ে ঘটনার বিষ‌য়ে তদন্ত ক‌রে সত‌্যতা না পে‌লেও উপ‌রের অদৃশ‌্য শ‌ক্তির ইশারায় ষড়যন্ত্রমুলকভা‌বে মামলাটি রেকর্ড করা হয়।

মামলার বিষ‌য়ে স্থানীয় এলাকাবাসীর ম‌ধ্যে জানাজা‌নি হ‌লে সবাই ক্ষো‌ভ প্রকাশ ক‌রে ও মামলা প্রত্যাহা‌রের দাবী‌তে মি‌ছিল ও প্রতিবাদ সমা‌বেশ ক‌রে। এ বিষ‌য়ে গতকাল শুক্রবার বিকালে দেবীদ্বার বরকামতা ইউ‌নিয়‌নের ৭ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার প্রার্থী আবুল হাশেমের শত শত কর্মী সমর্থকগণ মিথ‌্যা ও ষডযন্ত্রমুলক মামলার বিরু‌দ্ধে শ্লোগান দি‌য়ে প্রতিবাদ জানায়।এ সময় মেম্বার প্রার্থী আবুল হা‌শেম এলাকায় বিশাল এক মিছিল ও সমাবেশ করেছেন।

স্থানীয় ম‌নির হো‌সেন না‌মের এক ব‌্যবসা‌য়ি জানান,আবুল হা‌শেম মেম্বার ৭ নং ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় ৭ ফেব্রুয়া‌রি নির্বাচনে ফুটবল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার ঘোষনা দি‌য়ে‌ছেন।
এবার ৭ নং ওয়ার্ডে দল-মত নির্বিশেষে সাধারণ ভোটারদের মাঝে আলোচনার শীর্ষে রয়েছেন সমাজ সেবক, জনদরদী,গরীবের বন্ধু,উন্নয়নের রুপকার গণমানুষের আস্থার মানুষ আবুল হা‌শেম মেম্বার। মেম্বার হিসাবে একজন সৎ,যোগ্য,ত্যাগী, গ্রহণযোগ্য ও দুর্নীতিমুক্ত ব্যক্তিকে ফেব্রুয়া‌রির ৭ তারিখ ভোট দিয়ে আবারও মেম্বার পদে রাখ‌তে চায় এলাকাবাসী।

error: Content is protected !!

দেবীদ্বারে ইউ‌পি সদ‌স্য আবুল হা‌শেমের বিরু‌দ্ধে ষড়ডন্ত্রমুলক মামলা

তারিখ : ১০:২৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২

নেকবর হোসেন।।
কু‌মিল্লা দেবীদ্বা‌র উপ‌জেলার বরকামতা ইউ‌পির ৭ নং ওয়া‌র্ডের জন‌প্রিয় ইউ‌পি সদস্য ও বর্তমান মেম্বার আবুল হা‌শে‌মের বিরু‌দ্ধে ষড়যন্ত্রমুলক মামলার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ ক‌রে এলাকাবাসী।

জানা যায়, আবুল হা‌শেম‌কে পরা‌জিত কর‌তে স্থানীয় আদম ব‌্যবসা‌য়ি ফ‌রিদ মিয়া প্রতিদ্ব‌ন্ধি প্রার্থীর সা‌থে হাত মি‌লি‌য়ে ষড়যন্ত্র শুরু ক‌রে। একপর্যা‌য়ে চল‌তি মা‌সের ২৩ জানুয়া‌রি ব্রাক্ষণখাড়া গ্রামের আদম ব‌্যবসা‌য়ি ফ‌রিদ মিয়ার সা‌থে একই এলাকার হা‌লিম মিয়ার তুচ্ছ বিষয় নি‌য়ে কথাকা‌টি ও হাতাহা‌তির ঘটনা ঘ‌টে। উক্ত ঘটনা‌কে ভিন্নখা‌তে নি‌য়ে মিথ্যা ঘটনা সা‌জি‌য়ে মোটা অং‌কের টাকার বি‌নিম‌য়ে ফ‌রিদ মিয়ার ভাই মুকবুল হোসেন বাদী হ‌য়ে দেবীদ্বার থানায় মেম্বার আবুল হা‌শেম,তার দুই ছে‌লে ও তিন সমর্থক‌কে আসা‌মি ক‌রে মামলা দা‌য়ের ক‌রে। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সালাউ‌দ্দিন শামীম ঘটনাস্থ‌লে হা‌জির হ‌য়ে ঘটনার বিষ‌য়ে তদন্ত ক‌রে সত‌্যতা না পে‌লেও উপ‌রের অদৃশ‌্য শ‌ক্তির ইশারায় ষড়যন্ত্রমুলকভা‌বে মামলাটি রেকর্ড করা হয়।

মামলার বিষ‌য়ে স্থানীয় এলাকাবাসীর ম‌ধ্যে জানাজা‌নি হ‌লে সবাই ক্ষো‌ভ প্রকাশ ক‌রে ও মামলা প্রত্যাহা‌রের দাবী‌তে মি‌ছিল ও প্রতিবাদ সমা‌বেশ ক‌রে। এ বিষ‌য়ে গতকাল শুক্রবার বিকালে দেবীদ্বার বরকামতা ইউ‌নিয়‌নের ৭ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার প্রার্থী আবুল হাশেমের শত শত কর্মী সমর্থকগণ মিথ‌্যা ও ষডযন্ত্রমুলক মামলার বিরু‌দ্ধে শ্লোগান দি‌য়ে প্রতিবাদ জানায়।এ সময় মেম্বার প্রার্থী আবুল হা‌শেম এলাকায় বিশাল এক মিছিল ও সমাবেশ করেছেন।

স্থানীয় ম‌নির হো‌সেন না‌মের এক ব‌্যবসা‌য়ি জানান,আবুল হা‌শেম মেম্বার ৭ নং ওয়ার্ডের ব্যাপক উন্নয়ন করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় ৭ ফেব্রুয়া‌রি নির্বাচনে ফুটবল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার ঘোষনা দি‌য়ে‌ছেন।
এবার ৭ নং ওয়ার্ডে দল-মত নির্বিশেষে সাধারণ ভোটারদের মাঝে আলোচনার শীর্ষে রয়েছেন সমাজ সেবক, জনদরদী,গরীবের বন্ধু,উন্নয়নের রুপকার গণমানুষের আস্থার মানুষ আবুল হা‌শেম মেম্বার। মেম্বার হিসাবে একজন সৎ,যোগ্য,ত্যাগী, গ্রহণযোগ্য ও দুর্নীতিমুক্ত ব্যক্তিকে ফেব্রুয়া‌রির ৭ তারিখ ভোট দিয়ে আবারও মেম্বার পদে রাখ‌তে চায় এলাকাবাসী।