নগরীর বাগিচাগাঁও এলাকায় বাসায় দুর্ধর্ষ চুরি; ৩ লক্ষাধিক টাকার মালামাল লুট

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা নগরীর দক্ষিন বাগিচাগাঁও এলাকার একটি বে-সরকারি কোম্পানির এস আর মাহবুব আলম টিপুর ভাড়াটিয়া বাসায় দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরের দল কৌশলে ঘরের দরজার লক ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার সহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এ ঘটনায় মাহবুব আলম টিপু কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১২ টায় মাহবুব আলম টিপু পরিবারের সদস্যদের নিয়ে শ্বশুর বাড়িতে যায়। সন্ধ্যা পৌনে ৮ টায় বাড়ীর মালিক ফোন করে জানায় যে, তাঁর বাসার দরজার তালা ভাঙ্গা, মালামাল এলোমেলো। খবর পেয়ে সে বাসায় এসে দেখে চোরের দল বাসার ওয়াড্রফের ড্রয়ার ভেঙ্গে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, স্বার্ণালংকার, ব্যবহৃত কাপড় নিয়া গেছে।

এ বিষয়ে কান্দিরপাড় ফাঁড়ি পুলিশকে অবহিত করলে, ফাঁড়ি পুলিশের একটি দল বাসাটি পরিদর্শন করেন। এ ঘটনায় মাহবুব আলম টিপু বাদি হয়ে অজ্ঞাত চোরের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page