প্রথম স্থান অর্জন করলো (বার্ড) সমবায় সমিতি লি.

নেকবর হোসেন।।
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) কর্মচারী সমবায় সমিতি লি. সর্বোচ্চ সমবায় উন্নয়ন তহবিল (সিডিএফ) প্রদান করায় কুমিল্লা জেলা পর্যায়ে প্রাথমিক সমবায় সমিতি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে।

গত ৬ নভেম্বর ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন অনুষ্ঠানে একাডেমি কর্মচারী সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া একাডেমি কর্মচারী সমবায় সমিতি লি. উপজেলা পর্যায়েও শ্রেষ্ঠ সমবায় সমিতি নির্বাচিত হয়েছে।

পরবর্তীতে একাডেমি কর্মচারী সমবায় সমিতি লি. এর সভাপতি ও বার্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. সফিকুল ইসলাম সম্মাননা স্মারক বার্ড মহাপরিচালক মো. শাহজাহানের নিকট হস্তান্তর করেন।এসময় উপস্থিত ছিলেন একাডেমি কর্মচারী সমবায় সমিতি লি.এর সহসভাপতি ও বার্ডের যুগ্ম পরিচালক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁঞা, একাডেমি কর্মচারী সমবায় সমিতি লি. এর সচিব বার্ডের এষ্টেট-কাম-ষ্টোর অফিসার মো. মাহাবুবুর রহমান।

মঙ্গলবার বিকালে বার্ডের যুগ্ম পরিচালক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁঞা জানান, একাডেমি কর্মচারী সমবায় সমিতি প্রথম স্থান অর্জন করায় কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাই আনন্দিত। ভবিষ্যতে আমরা আরো ভালো করতে চাই। বর্তমানে এ সমিতিতে ২৯৬ জন সদস্য রয়েছেন বলেও তিনি জানান।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

You cannot copy content of this page