ফিলিস্তিনে ইসরাইলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মুরাদনগরে সংহতি ও বিক্ষোভ মিছিল 

মনির খাঁন।।
“দখলদার ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে মুক্তিকামী ফিলিস্তিনের পক্ষে সংহতি ও বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা শাখার হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শনিবার (১৫ অক্টোবর)আসর নামাজ শেষে উপজেলার কেন্দ্রীয় বড় মাদ্রাসা জামে মসজিদের মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তরা বলেন, আমেরিকাকে খুশি করে ক্ষমতায় আসার জন্য দেশের একটি রাজনৈতিক দল এখনো তাদের জায়গা থেকে চুপ করে বসে আছে। ফিলিস্তিনের পক্ষে এবং দখলদার ইসরাইলের বিরুদ্ধে কিছু বলছে না। যারা আমেরিকাকে খুশি করতে গিয়ে ইসরাইলের পক্ষ নেবে, এই জাতি তাদেরকে আস্তা করে নিক্ষেপ করে ফেলে দেবে। 

এসময় বক্তব্য রাখেন, হেফাজত ইসলাম মুরাদনগর উপজেলা শাখার আমীর মুফতি আমজাদ হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ প্রমূখ।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page