বরুড়ায় বিদেশ ফেরত প্রবাসীর রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য

বরুড়া প্রতিনিধি।
কুমিল্লার বরুড়ায় বিদেশ ফেরত এক প্রবাসীর রহস্য জনক মৃতুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কার্যকরী প্রদক্ষেপ নিতে প্রশাসনে সুদৃষ্টি কামনা করেছেন নিহতের স্বজনরা।

জানা যায়, বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের বাগমারা গ্রামের নুরুল ইসলামের ছেলে মোশাররফ হোসেন (৪৫) কিছুদিন পূর্বে সৌদি আরব থেকে ফেরত এসে নিজ বাড়িতে পাকাঘর নির্মাণ করেন। এলাকার সর্বসাধারণের কাছে তিনি সৎ ও সদালাপী হিসেবে পরিচিত ছিলেন। দাম্পত্য জীবনে তিনি ২ মেয়ে ও ১ ছেলের জনক।

গত ১১ জুলাই মোশাররফ হোসেনের রহস্যজনক মৃত্যু ঘটে। ওইদিন সকালে শোবার ঘরে গিয়ে কাথা মোড়ানো অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্বজনরা। স্বজনদের দাবি পূর্বশত্রুতার জের ধরে মোশাররফ হোসেনকে সুপরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদেরকে বিচারের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী।

বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ‘এ বিষয়ে বরুড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিষয়টি রহস্যজনক বিধায় আমরা তাৎক্ষণিক নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ময়নাতদন্তের রির্পোট আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।’

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page