বরুড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বশত ঘরে আগুন; লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

বরুড়া প্রতিনিধি।।
কুমিল্লার বরুড়া উপজেলার ৩নং উঃ খোশবাস ইউনিয়নের আদমসার খালেক মেম্বার বাড়িতে হটাৎ বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার(২৫ ডিসেম্বর) বিকাল ৩টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হটাৎ আগুন লেগে মুহুর্তে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পুড়ো ঘর জুড়ে। পরিবারের লোকজন আকষ্মিক দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসে।স্থানীয়রা আগুনের ভয়াবহতা দেখে বরুড়া ফায়ার সার্ভিসকে খবর দিয়ে নিজেরাই আগুন নিভাতে চেষ্টা করেন।

ক্ষতিগ্রস্থ পরিবারের সূত্র থেকে জানা যায়,শুক্রবার বিকাল ৩টায় হটাৎ করে ঘরের কোন এক অংশ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।মুহুর্তের মধ্যে পুরো ঘরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নিভাতে চেষ্টা করে।

এ ঘটনায় গৃহকর্তা খালেক মেম্বারের ঘরে থাকা স্বর্ণালংকার, মাছ বিক্রির এক লক্ষ ষোল হাজার টাকা,তাছাড়া ঘরে থাকা ফার্নিচারসহ আগুনে ঘরটির পাশে থাকা আরেকটি গরুঘর একেবারে পুড়ে যায়।

এ বিষয়ে বরুড়া ফায়ার সার্ভিসের কমান্ডার আবুল কালাম জানান, আগুনের বিষয়ে আমাদের ফোন করা হয়েছে। আমরা প্রস্তুতি নিয়ে রওয়ানা দিয়ে অর্ধেক রাস্তা আসার পর জানায় স্থানীয়রা নিজেদের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে।

এ বিষয়ে উক্ত ওয়ার্ডের মেম্বার আব্দুস ছালাম মিয়াজী জানায়, অনেক ভয়াবহ আগুন লেগেছে। প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

You cannot copy content of this page