বরুড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় উদযাপন উপলক্ষে আজ ২২ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে ৭ ডিসেম্বর বরুড়া মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধি জীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শিখা, উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নির্ঝর ভৌমিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম, এসময় বক্তব্য রাখেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ মজুমদার,খোশবাস দঃ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান ভুঁইয়া, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক ভিপি সেলিম জাহাঙ্গীর,সহ বীরমুক্তিযোদ্ধাসহ আরো অনেক নেতৃবৃন্দ।

সভায় ১৬ ডিসেম্বর সূর্য উদয়ের সাথে পতাকা উত্তোলন, ৬.৩০ শহীদ মিনারে শহীদদের প্রতি পুষ্প স্তবক অর্পন, সকাল ৮টায় রাষ্ট্রীয় ভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান, বিকাল ৩টায় প্রশাসন বনাম সুশীল সমাজের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ, সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপনের প্রস্তুতি সহ সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে যথাযথভাবে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে আলোচনা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page