০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
যারা নিজেদের স্বার্থে জনগণকে বঞ্চিত করে, তাদের বিএনপিতে ঠাঁই নেই -ইঞ্জিনিয়ার মমিনুল হক শাহরাস্তিতে গণঅভ্যুত্থান দিবসের র‍্যালিতে অংশ নিতে এসে যুবদল নেতার মৃত্যু চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বিএনপি এক-তৃতীয়াংশ আসন পেয়ে জয় লাভ করবে: ড. খন্দকার মারুফ হোসেন বুড়িচংয়ে মসজিদে ছুরিকাঘাতের ঘটনায় আসামী গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন দাউদকান্দিতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়েত ইসলামীর গণমিছিল দাউদকান্দিতে শহীদদের সমাধিতে প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ গণঅভ্যুত্থান দিবসে বুড়িচংয়ে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বৃষ্টি উপেক্ষা করে কুমিল্লায় হাজী ইয়াছিনের নেতৃত্বে বিএনপির বিজয় মিছিল “কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি: গণ-অভ্যুত্থান দিবসে কুবি ভিসি”

কুমিল্লায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

  • তারিখ : ০৫:২৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • 19

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারে সড়ক পারাপারের সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।

নিহত ওই নারী রাজারখোলা গ্রামের এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১৮ জুন) বিকেল পৌনে ৪ টায় ওই নারী বিজয়পুর বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির (TVS RTR) মোটরসাইকেল, যাতে তিনজন আরোহী ছিলেন, তাকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার তীব্রতায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে লালমাই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আমরা দুর্ঘটনার খবর পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থলে আমাদের টিম পৌঁছেছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা অভিযোগ করেছেন, বিজয়পুর বাজার এলাকায় দীর্ঘদিন ধরে দ্রুতগতির মোটরসাইকেল চলাচল ও ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবের কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা ট্রাফিক ব্যবস্থা জোরদারের দাবি জানান।

কুমিল্লায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

তারিখ : ০৫:২৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারে সড়ক পারাপারের সময় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।

নিহত ওই নারী রাজারখোলা গ্রামের এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১৮ জুন) বিকেল পৌনে ৪ টায় ওই নারী বিজয়পুর বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগতির (TVS RTR) মোটরসাইকেল, যাতে তিনজন আরোহী ছিলেন, তাকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার তীব্রতায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পথেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে লালমাই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আমরা দুর্ঘটনার খবর পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থলে আমাদের টিম পৌঁছেছে। ঘটনার তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা অভিযোগ করেছেন, বিজয়পুর বাজার এলাকায় দীর্ঘদিন ধরে দ্রুতগতির মোটরসাইকেল চলাচল ও ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবের কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা ট্রাফিক ব্যবস্থা জোরদারের দাবি জানান।