বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্ভোধন

বরুড়া প্রতিনিধিঃ
কুমিল্লা বোর্ডের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও সকল বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় ভালো থাকায় বরুড়া উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বরুড়া পৌর শহরে ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয় বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়।এই স্কুলের বর্তমানে সকল ভবনগুলোর জরাজীর্ণ হয়ে পড়েছে।এই দিকে ৫ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজ চলছে।আজ স্কুলের ছাত্রাবাস সংলগ্ন একাডেমিক নব নির্মিত ভবন উদ্ভোধন করেন কুমিল্লা ০৮ আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি।

এই সময় আরো উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম, বরুড়া পৌরসভার মাননীয় মেয়র মোঃ বক্তার হোসেন বখতিয়ার, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাছির উদ্দীন লিংকন, বরুড়া পৌরসভার আহ্বায়ক আব্দুর রশিদ, ঢাকা জেলা দায়রা জজ আদালতের বিচারক ও অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী কেশব রায় চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেদাধ উদ্দিন, সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, আবু নোমান সাইফুল ইসলাম, মোঃ ওমর ফারুক,লক্ষন চন্দ্র পালসহ সকল শিক্ষকবৃন্দ, উপজেলা যুবলীগ নেতা সোহেল সামাদ সহ আরো অনেক নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুহিনূর কবিতা।

এই সময় স্কুলের প্রধান গেইট থেকে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউট সদস্যদের মুখরিত হাত তালি দিয়ে অতিথিদের আমন্ত্রণ জানান।নবনির্মিত ভবন উদ্ভোধনের পর কুমিল্লা ০৮ আসনে সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি স্কুলের চলমান উন্নয়ন কাজ,বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন ও স্কুলের হলরুমে সভা অনুষ্ঠিত হয়,এই সময় শিক্ষার্থীদের পড়শোনার প্রতি আগ্রহ বাড়াতে শিক্ষকদের দিক নির্দেশনা দেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page