বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক।।
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে, শিক্ষা সেবামূলক অরাজনৈতিক সংগঠন- সংগ্রামী শিক্ষার্থীদের সহযোগিতা করার পরিকল্পনায় প্রতিষ্ঠিত বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন কুমিল্লা জেলা শাখার কমিটি গঠন ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান কুমিল্লা বাগিচাগাঁ -কুমিল্লা আইডিয়াল কলেজ মিলনায়তনে সংগঠনের কুমিল্লা জেলা শাখার আহবায়ক সৈয়দ সাইদুল হক সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন কুমিল্লা জেলার সাধারন সম্পাদক ডা.আতাউর রহমান জসিম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন এর কেন্দ্রীয় সভাপতি মো.রেজাউল খান চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রধান নির্বাহী ও কুমিল্লা মডেল কলেজ এর অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা আইডিয়াল কলেজ প্রভাষক ইমতিয়াজ মজুমদার, প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন, বাংলাদেশ শিক্ষা সেবা ফাউন্ডেশন এর ব্রাহ্মনবাড়িয় জেলা কমিটির আহবায়ক আবদুর রহমান, কুমিল্লা মহানগর কমিটির আহবায়ক আতিকুর রহমান নিলয়,চৌদ্দ গ্রাম উপজেলা শাখা কমিটির আহবায়ক আবু নেসার উদ্দিন, সদস্য সচিব হাসান আল মামুন, তিতাস উপজেলা কমিটির আহবায়ক মো: শরিফুল ইসলাম, বরুড়া উপজেলা কমিটির আহবায়ক নয়ন দেওয়ানজী, চান্দিনা উপজেলা কমিটির আহবায়ক হানিফ মোছাব্বীর।

সভা শেষে কুমিল্লা জেলা শাখার শাখার কমিটি ঘোষণা করেন অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। সভাপতি সৈয়দ সাইদুল হক ,সহ-সভাপতি রাসেল সরকার ও মহসিন সরকার সাধারণ সম্পাদক আছমা আক্তার, যুগ্ন- সাধারণ আছমাউল হোসনা প্রভী, তারেকুর রহমান সাংগঠনিক সম্পাদক ডিএম রিয়াদ, শিক্ষা ও পাঠাগার সম্পাদক ইসমাইল হোসেন, বিজ্ঞান ও প্রযু্ক্তি বিষয়ক সম্পাদক দীপ্ত রাজ দত্ত, সমাজকল্যান সম্পাদক সাব্বির মির্জা, পরিবেশ বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল, ক্রিড়া সম্পাদক জয় চন্দ্র সূত্রধরসহ ২১ জনের কমিটি করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page