বাঙ্গরায় জমি চাষ নিয়ে দন্ধে কৃষক খুন, ঘাতক আটক

মনির খাঁন, মুরাদনগর উপজেলা প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা গ্রামের মোঃ ইব্রাহিম (৫৯) নামে একজন কৃষকে খুনের অভিযোগে ১ জনকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

জানাযায় জমি চাষাবাদ নিয়ে দন্ধে একজন কৃষককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বাঙ্গরা বাজার থানায় মামলা হয়েছে।

স্থানিয় সুত্র ও পুলিশ জানায়, উপজেলার বাঙ্গরা বাজার থানার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা গ্রামের ইব্রাহীম বেশ কয়েক বছর যাবৎ ট্রাকটর দিয়ে অন্যের জমি চাষ করে আসছিল। শুক্রবার সকালে একই গ্রামের সালাউদ্দিন তাতে ভাগ বসানোর জন্য দেবিদ্ধারের পৌর এলাকার সাগরের ট্রাকটর দিয়ে ইব্রাহীমের ভাতিজার জমি চাষ করতে থাকে। এ নিয়ে ইব্রাহীম ও সালা উদ্দিনের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে প্রথমে কিল গুসি দিয়ে ইব্রাহীম মাটিতে ফেলে দিয়ে ও পরে শ্বাসরোধ করে হত্যা করে।
এ বিষয়ে নিহতের ছেলে ফারুক বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ সাগর(২২) নামের একজনকে গ্রেফতার করেছে। সে দেবীদ্বার পৌর এলাকার জাকির মিয়ার ছেলে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান জমি চাষের বিরোধ নিয়ে ইব্রাহীমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকায় সাগর নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page