০৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের চৌদ্দগ্রামে জামমুড়া-জামপুর যাকাত তহবিলের উদ্যোগে সেলাই প্রশিক্ষণ, মেশিন বিতরণ কুমিল্লায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই; ১১ জন গ্রেফতার কুবিতে শিক্ষক নিয়োগ বন্ধে বিএনপি নেতা মনিরুলের চিঠিকে কেন্দ্র করে মানববন্ধন কুবিতে শিক্ষার্থীদের মানসিক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হবে সোমবার ব্রাহ্মণপাড়ায় ৩২ বছর শিক্ষকতা শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা গালিমপুর প্রজন্ম পরিবারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত পৌনে ৩ বছর ধরে ভুয়া সনদ দেখিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চাকরি করছেন এক শিক্ষক কুমিল্লায় যমুনা টিভির সাংবাদিককে হত্যার হুমকির ঘটনার প্রতিবাদ সমাবেশ বিএনপির ৩১ দফা ও কুমিল্লা উন্নয়ন ভাবনা লিফলেট বিতরণ করলেন হাজী ইয়াছিন

বুড়িচংয়ের নির্বাচনের মাঠে এমপি বাহাউদ্দিনের অনুসারীরা

  • তারিখ : ০৯:১৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪
  • 53

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা সদর দক্ষিণের পর এবার বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আখলাক হায়দারের পক্ষে প্রচারণায় নেমেছেন কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন, সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিনের অনুসারী নেতারা। রবিবার বিকেলে রাজাপুর ইউনিয়নের শংকুচাইল বাজারে প্রচারণার সময় তাঁরা ঘোড়া প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট চান।

এর আগে ২১ মে অনুষ্ঠিত সদর দক্ষিণের উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আবদুল হাই ওরফে বাবলুর পক্ষে কাজ করেন বাহাউদ্দিনের অনুসারীরা। ওই নির্বাচনে সাবেক অর্থমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই গোলাম সারওয়ারকে পরাজিত করেন বাহাউদ্দিনের অনুসারী আবদুল হাই।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুড়িচং উপজেলায় চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ঘোড়া প্রতীক নিয়ে আখলাক হায়দার, টেলিফোন প্রতীক নিয়ে তারেক হায়দার, আনারস প্রতীক নিয়ে বাছির খান ও দোয়া-কলম প্রতীক নিয়ে রেজাউল করিম লড়ছেন। আখলাক হায়দার বুড়িচং উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আখলাকের নির্বাচনী প্রচারণায় অংশ নেন বাহাউদ্দিনের অনুসারী কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নুরুর রহমান, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন লোধ, মহানগর আওয়ামীলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ, আদর্শ সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সদস্য মো. আমিনুল ইসলাম ও আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আহমেদ নিয়াজ।

আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম গনমাধ্যমকে বলেন, ‘সংসদ সদস্য বাহাউদ্দিনের নির্দেশে আমরা আখলাক ভাইয়ের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি। বাহার ভাই একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি আরেকজন বীর মুক্তিযোদ্ধার পক্ষে কাজ করতে আমাদের নির্দেশ দিয়েছেন।’

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন বলেন, ৫০ বছরের বেশি সময় বাহাউদ্দিন রাজনীতির মাঠে। তাঁর কর্মী ও অনুসারীরা কুমিল্লার বিভিন্ন উপজেলায় ছড়িয়ে আছেন। অনেকে প্রার্থী হয়েছেন উপজেলায়। তাঁদের পক্ষে আচরণবিধি মেনে কাজ করার নির্দেশনা থাকে নেতার। তাই সদর দক্ষিণের পর এবার বুড়িচংয়ে কাজ করছেন তাঁরা।

error: Content is protected !!

বুড়িচংয়ের নির্বাচনের মাঠে এমপি বাহাউদ্দিনের অনুসারীরা

তারিখ : ০৯:১৭:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪

স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা সদর দক্ষিণের পর এবার বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আখলাক হায়দারের পক্ষে প্রচারণায় নেমেছেন কুমিল্লা-৬ (আদর্শ সদর, সিটি করপোরেশন, সেনানিবাস এলাকা) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিনের অনুসারী নেতারা। রবিবার বিকেলে রাজাপুর ইউনিয়নের শংকুচাইল বাজারে প্রচারণার সময় তাঁরা ঘোড়া প্রতীকের প্রার্থীর পক্ষে ভোট চান।

এর আগে ২১ মে অনুষ্ঠিত সদর দক্ষিণের উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আবদুল হাই ওরফে বাবলুর পক্ষে কাজ করেন বাহাউদ্দিনের অনুসারীরা। ওই নির্বাচনে সাবেক অর্থমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই গোলাম সারওয়ারকে পরাজিত করেন বাহাউদ্দিনের অনুসারী আবদুল হাই।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুড়িচং উপজেলায় চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ঘোড়া প্রতীক নিয়ে আখলাক হায়দার, টেলিফোন প্রতীক নিয়ে তারেক হায়দার, আনারস প্রতীক নিয়ে বাছির খান ও দোয়া-কলম প্রতীক নিয়ে রেজাউল করিম লড়ছেন। আখলাক হায়দার বুড়িচং উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আখলাকের নির্বাচনী প্রচারণায় অংশ নেন বাহাউদ্দিনের অনুসারী কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নুরুর রহমান, সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন লোধ, মহানগর আওয়ামীলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ, আদর্শ সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সদস্য মো. আমিনুল ইসলাম ও আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আহমেদ নিয়াজ।

আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম গনমাধ্যমকে বলেন, ‘সংসদ সদস্য বাহাউদ্দিনের নির্দেশে আমরা আখলাক ভাইয়ের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি। বাহার ভাই একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি আরেকজন বীর মুক্তিযোদ্ধার পক্ষে কাজ করতে আমাদের নির্দেশ দিয়েছেন।’

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন বলেন, ৫০ বছরের বেশি সময় বাহাউদ্দিন রাজনীতির মাঠে। তাঁর কর্মী ও অনুসারীরা কুমিল্লার বিভিন্ন উপজেলায় ছড়িয়ে আছেন। অনেকে প্রার্থী হয়েছেন উপজেলায়। তাঁদের পক্ষে আচরণবিধি মেনে কাজ করার নির্দেশনা থাকে নেতার। তাই সদর দক্ষিণের পর এবার বুড়িচংয়ে কাজ করছেন তাঁরা।