বুড়িচংয়ে সিএনজি চালিত অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ১ আহত ৩

মোঃ জহিরুল হক বাবু।।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার ডকলাপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় এক সিএনজি চালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছে।

এতে আরো ৩ জন আহত হয়। শুক্রবার বেলা ১২ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ডাকলাপাড়া এলাকায় কুমিল্লাগামী যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশকে পিছন থেকে মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রা-ট ২২-০৩০৪) ধাক্কা দেয়। এতে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাকটি উল্টে রাস্তার পাশে পরে যায়। দূর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়।

নিহত ব্যাক্তির না হানজালা (১৮)। তার বাড়ী কুমিল্লা চান্দিনা উপজেলার মোহনপুর গ্রামে। দূর্ঘটনায় সিএনজিতে থাকা আরো ৩ যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনকে ঢাকা পাঠানো হয়েছে।

ময়নামতি হাইওয়ে ফাঁড়ির এএসআই কাজী খোরশেদ আলম সত্যতা নিশ্চিত করে জানান লাশ ও গাড়ী দুটিকে উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০

You cannot copy content of this page