০৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশবরেণ্য বাউল শিল্পী কুমিল্লার ফজলুর রহমান বাবুল আর নেই নানা আয়োজনে কুমিল্লায় কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল ১৩ বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে কুবিতে বিক্ষোভ মিছিল চৌদ্দগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে চান্দিনা-বাগুর বাসস্ট্যান্ডে মানববন্ধন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘সায়েন্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড স্যাংকটিটি’ কনফারেন্স বাঙ্গরায় আহলে সুন্নাত ওয়াল জামাআত অফিসের শুভ উদ্বোধন চান্দিনায় সবুজ গাছের চারা হাতে নিয়ে মাদককে লাল কার্ড দেখালো শিক্ষার্থীরা সাহেবাবাদ ডিগ্রি কলেজ; ১৫৩ জনের মধ্যে ১৩৮ জন ফেল; পাসের হার মাত্র ৯.৮০%

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার কমিটি ঘোষণা

  • তারিখ : ১০:৩২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • 104

জহিরুল হক বাবু।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

২৯৭ সদস্যবিশিষ্ট কমিটিতে আহ্বায়ক করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ বর্ষের আইন বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ সাকিব হুসাইনকে এবং সদস্য সচিব করা হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী জিয়া উদ্দিন মো. রুবেলকে।

এছাড়া যুগ্ম আহ্বায়ক-১ হিসেবে মনোনীত হয়েছেন মনোহরগঞ্জ উপজেলার নাইমুর রহমান, যুগ্ম সদস্য সচিব-১ হিসেবে মনোনীত হয়েছেন দেবিদ্বারের ইয়াছিন আরাফাত হিমু, মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন আদর্শ সদরের আরাফ ভুঁইয়া।

সংগঠক-১ হিসেবে মনোনীত হয়েছেন নাঙ্গলকোটের বিল্লাল হোসেন, মুখপাত্র হিসেবে আছেন আদর্শ সদরের মো. জাহিদুল ইসলাম সরকার এবং বাকিরা সদস্য হিসেবে আছেন।

নতুন দায়িত্বের বিষয়ে আহ্বায়ক মুহাম্মদ সাকিব হুসাইন বলেন, ‘যেহেতু এতদিন কোনো কমিটি ছিল না, আমরা আমাদের কাজ ঠিকঠাক করতে পারিনি। আমাদের চেষ্টা থাকবে প্রত্যেকটা উপজেলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করার জন্য। তাছাড়া, আমাদের যে সাম্যের বাংলাদেশ, সেই বাংলাদেশ যেন গড়তে পারি সেই চেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এই কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

error: Content is protected !!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার কমিটি ঘোষণা

তারিখ : ১০:৩২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

জহিরুল হক বাবু।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

২৯৭ সদস্যবিশিষ্ট কমিটিতে আহ্বায়ক করা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ বর্ষের আইন বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ সাকিব হুসাইনকে এবং সদস্য সচিব করা হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী জিয়া উদ্দিন মো. রুবেলকে।

এছাড়া যুগ্ম আহ্বায়ক-১ হিসেবে মনোনীত হয়েছেন মনোহরগঞ্জ উপজেলার নাইমুর রহমান, যুগ্ম সদস্য সচিব-১ হিসেবে মনোনীত হয়েছেন দেবিদ্বারের ইয়াছিন আরাফাত হিমু, মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন আদর্শ সদরের আরাফ ভুঁইয়া।

সংগঠক-১ হিসেবে মনোনীত হয়েছেন নাঙ্গলকোটের বিল্লাল হোসেন, মুখপাত্র হিসেবে আছেন আদর্শ সদরের মো. জাহিদুল ইসলাম সরকার এবং বাকিরা সদস্য হিসেবে আছেন।

নতুন দায়িত্বের বিষয়ে আহ্বায়ক মুহাম্মদ সাকিব হুসাইন বলেন, ‘যেহেতু এতদিন কোনো কমিটি ছিল না, আমরা আমাদের কাজ ঠিকঠাক করতে পারিনি। আমাদের চেষ্টা থাকবে প্রত্যেকটা উপজেলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করার জন্য। তাছাড়া, আমাদের যে সাম্যের বাংলাদেশ, সেই বাংলাদেশ যেন গড়তে পারি সেই চেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এই কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।