ব্রাহ্মণপাড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আহলে সুন্নাত ওয়াল জামাতের পবিত্র মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৩টায় উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্য্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা আব্দুল মুবিন আখন্দ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের।

উপস্থিত ছিলেন মাওলানা আবু তাহের বকশী, মাওলানা মজিবুর রহমান, মাওলানা এস এম নুর মোহাম্মদ, মাওলানা ওয়ালী উল্লাহ ফয়েজী, মাওলানা মোবারক হোসেন, মাওলানা আবু কাউছার বকশী, ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন, মাওলানা খায়রুল বাশার, আইয়ুব খান পাঠান, বাবুল করিম মাহাজনসহ আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল পর্য্যায়ের নের্তৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করেন পীরে কামেল মাওলানা আবু তাহের বকশী।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

You cannot copy content of this page