ব্রাহ্মণপাড়ায় উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ রেহান উদ্দিনের দাফন সম্পন্ন

মোঃ বাছির উদ্দিন।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি অফিসে কর্মরত উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ রেহান উদ্দিন গতকাল (২৮ জানুয়ারী) মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহি ওয়া……. রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৭) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্যা গুনগ্রহী রেখে গেছেন। তিনি দীর্ঘ ১৬ বছর ব্রাহ্মণপাড়া উপজেলায় কৃষি অফিসে কর্মরত ছিলেন।

একইদিন বাদ জোহর ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রথম জানাযা এবং বাদ আছর বুড়িচং উপজেলার জগতপুর কাজীবাড়ী তার পৈতৃক নিবাসে দ্বিতীয় জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার নামাজে জানাযায় উপস্থিত ছিলেন হাজী মো. আমির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা, হাজী মোঃ জসিম উদ্দিন, আব্দুল জলিল মেম্বার, আনোয়ার হোসেন আনু সর্দার, কাজী মো. ছফিউল্লাহসহ এলাকার শ্রেণীপেশার লোকজন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

You cannot copy content of this page