০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীতে ২৬ টুকরা লাশের ঘটনার মূলহোতা কুমিল্লা থেকে গ্রেপ্তার বুড়িচংয়ে পুকুরে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে গুনবতী জনসভার সার্বিক প্রস্তুতির বিষয়ে ইউনিয়ন জামায়াতের সংবাদ সম্মেলন চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন কৃষকদলের নির্বাচনী প্রস্তুতি ও মতবিনিময় অনুষ্ঠিত গোমতী কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত কুমিল্লায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু কুমিল্লায় ট্রাকচাপায় মায়ের পাশে দাঁড়িয়ে থাকা ৬ বছরের শিশুর মৃত্যু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশ; লটারি পদ্ধতি বহাল ফ্যাসিবাদ মোকাবেলা ব্যর্থ ইউনূস সরকার; কুমিল্লায় ইসলামী ৮ দলের নেতারা কুমিল্লা-৪ আসনে এনসিপির মনোনয়ন ফরম কিনলেন হাসনাত আব্দুল্লাহ

ব্রাহ্মণপাড়ায় টাইফয়েড টিকাদান শুরু, লক্ষ্যমাত্রা ৭১ হাজারের বেশি শিশু

  • তারিখ : ০৯:১৬:১২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • 107

আতাউর রহমান।।
সারাদেশের মতো কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রোববার (১২ অক্টোবর) থেকে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ৭১ হাজার ৭২৭ জন শিশুকে এ টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলার ৮টি ইউনিয়নের ৩৯৩টি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে, যা টানা ১৮ দিন চলবে। প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন ১টি স্থায়ী ও ১৯২টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে।

রোববার সকাল ৯টায় চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ হাসিবুর রেজা, চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল, ইপিআই টেকনিশিয়ান আবুল কাশেমসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ হাসিবুর রেজা বলেন, উপজেলার প্রতিটি শিশুকে টাইফয়েডের টিকার আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি। সারাদেশব্যাপী শুরু হওয়া এ কর্মসূচি আগামী ১৮ দিন চলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রত্যেক অভিভাবককে নিজ সন্তানের টিকা নিশ্চিত করতে হবে।

error: Content is protected !!

ব্রাহ্মণপাড়ায় টাইফয়েড টিকাদান শুরু, লক্ষ্যমাত্রা ৭১ হাজারের বেশি শিশু

তারিখ : ০৯:১৬:১২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

আতাউর রহমান।।
সারাদেশের মতো কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রোববার (১২ অক্টোবর) থেকে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ৭১ হাজার ৭২৭ জন শিশুকে এ টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

উপজেলার ৮টি ইউনিয়নের ৩৯৩টি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে, যা টানা ১৮ দিন চলবে। প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন ১টি স্থায়ী ও ১৯২টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে।

রোববার সকাল ৯টায় চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ হাসিবুর রেজা, চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল, ইপিআই টেকনিশিয়ান আবুল কাশেমসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ হাসিবুর রেজা বলেন, উপজেলার প্রতিটি শিশুকে টাইফয়েডের টিকার আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি। সারাদেশব্যাপী শুরু হওয়া এ কর্মসূচি আগামী ১৮ দিন চলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান বলেন, শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রত্যেক অভিভাবককে নিজ সন্তানের টিকা নিশ্চিত করতে হবে।