ব্রাহ্মণপাড়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ বালক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল ৪টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৮ ইউনিয়ন ফুটবল একাদশের অংশগ্রহনে এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় সদর ইউনিয়ন একাদশ ও সিদলাই ইউনিয়ন একাদশের মধ্যে ট্রাইবেকারে ৪-৩ গোলে সিদলাই ইউনিয়নকে হারিয়ে সদর ইউনিয়ন বিজয়ী হয়। খেলা শেষে পুরষ্কার বিতরণ করা হয়।

খেলায় রেফারির দায়িত্বে ছিলেন মুমিনুল হক মাষ্টার, সহকারি রেফারির দায়িত্বে ছিলেন জাকির হোসেন ও আরিফুল ইসলাম। খেলায় পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এণামুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সদস্য সাংবাদিক মোঃ বাছির উদ্দিনসহ ক্রীড়া সংস্থার সদস্যরা।

এসময় ফুটবল প্রেমীরা খেলা উপভোগ করেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

You cannot copy content of this page