ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের উদ্যোগে পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ

বিল্লাল হোসেন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রশাসনের উদ্যোগে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৩ আগষ্ট) দুপুরে নির্মিত শহীদ মিনার গুলোর একযোগে উদ্বোধন করা হয়।

উপজেলার ধান্যদৌল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এসব শহীদ মিনার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সি।

উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ ইবনে হোসাইন, নাইয়র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন মিয়া প্রমুখ।

প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধান্যদৌল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগম ইয়াকুবেন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এম ই চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই শহীদ মিনারগুলো স্থাপন করা হয়।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

You cannot copy content of this page