
ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার দুলালপুর (পশ্চিমপাড়া) এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যুবকের অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত এনামুল হক বাবু (২৫) ওই এলাকার বাসিন্দা আবদুল কুদ্দুস মিয়ার ছেলে। সে পেশায় একজন পিকআপ ভ্যান চালক।
স্বাস্থ্য কমপ্লেক্স ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার সময় তাদের ঘরের পানির পাম্পের মোটর সংযোগ মেরামত করার চেষ্টা করে এনামুল হক বাবু।
এসময় বিদ্যুতের তাড়টি খুলতেই তিনি তাড়ে জড়িয়ে পড়েন। হঠাৎ করে তিনি চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়।
বাড়ির লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মো. তারিকুল ইসলাম তাকে মৃত ঘোষনা করেন। পরে স্বজনরা তাকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিজ বাড়িতে নিয়ে যান।












