০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুবিতে প্রথমবারের মতো সিরাত পাঠ প্রতিযোগিতা ও কনফারেন্স অনুষ্ঠিত কুমিল্লায় ভুতুড়ে বিদ্যুৎ বিল: ১ লাখ ৬৭ হাজার থেকে কমে ২ হাজার ৬০০ টাকা কুমিল্লার মুরাদনগরে অপহরণের পর যুবক খুন, ৩৬ দিন পর কঙ্কাল উদ্ধার কুমিল্লায় আ. লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার কুমিল্লার দেবিদ্বারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু কুমিল্লার দাউদকান্দিতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল, আটক ৫ বুড়িচংয়ে পূজা উদযাপনে থাকবে সেনাবাহিনী-পুলিশের নিরাপত্তা বলয় বুড়িচংয়ে ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ৫ লক্ষ টাকার ওষুধ বিতরণ ইমোর মাধ্যমে প্রবাসীর সঙ্গে পরিচয়, কুমিল্লার দুলাল হত্যার পেছনের মূল কারণ কুমিল্লার মনোহরগঞ্জে চার গাড়ির সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩

ব্রাহ্মণবাড়িয়া সংঘর্ষে আহত ২০, বাজারে অগ্নিসংযোগ, ১০ দাঙ্গাবাজ আটক

  • তারিখ : ০৫:৫৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
  • 4

ব্রাহ্মণবাড়িয়া:
পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল থেকে দফায় দফায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে স্থানীয় বাজারের অন্তত ১০টি দোকান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্র ও শনিবার সিএনজি চালিত অটোরিকশার ধাক্কা লাগা নিয়ে দুর্গাপুর গ্রামের জারুর গোষ্ঠী (ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল গোষ্ঠী) এবং বারঘরিয়া (মিজান মেম্বারের গোষ্ঠী) গোষ্ঠীর লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এরই জের ধরে চেয়ারম্যান ও মেম্বারের লোকজন বুধবার সকালে আবার সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে মেম্বারের গোষ্ঠীর বাহার মিয়া নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হচ্ছে। এসময় স্থানীয় বাজারের ১০টি দোকানে অগ্নিসংযোগ করা হয়। পরে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবরে আমরা সেখানে গিয়ে আগুন নিভিয়েছি। আমাদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দমকল বাহিনীও অংশ নেয়। কিন্তু ততক্ষণে মুদি, ফার্মেসিসহ ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এছাড়া পুলিশ লাইন থেকে অতিরিক্ত আরও ৩৫ জন পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় ১০ জন দাঙ্গাবাজকে আটক করা হয়েছে।

error: Content is protected !!

ব্রাহ্মণবাড়িয়া সংঘর্ষে আহত ২০, বাজারে অগ্নিসংযোগ, ১০ দাঙ্গাবাজ আটক

তারিখ : ০৫:৫৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া:
পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) সকাল থেকে দফায় দফায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে স্থানীয় বাজারের অন্তত ১০টি দোকান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্র ও শনিবার সিএনজি চালিত অটোরিকশার ধাক্কা লাগা নিয়ে দুর্গাপুর গ্রামের জারুর গোষ্ঠী (ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল গোষ্ঠী) এবং বারঘরিয়া (মিজান মেম্বারের গোষ্ঠী) গোষ্ঠীর লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এরই জের ধরে চেয়ারম্যান ও মেম্বারের লোকজন বুধবার সকালে আবার সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে মেম্বারের গোষ্ঠীর বাহার মিয়া নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হচ্ছে। এসময় স্থানীয় বাজারের ১০টি দোকানে অগ্নিসংযোগ করা হয়। পরে দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবরে আমরা সেখানে গিয়ে আগুন নিভিয়েছি। আমাদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দমকল বাহিনীও অংশ নেয়। কিন্তু ততক্ষণে মুদি, ফার্মেসিসহ ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এছাড়া পুলিশ লাইন থেকে অতিরিক্ত আরও ৩৫ জন পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় ১০ জন দাঙ্গাবাজকে আটক করা হয়েছে।